Big Breaking : করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

করোনাভাইরাস সংক্রমণ হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। বেলা একটা নাগাদ নিজেই টুইট করে এ খবর জানান প্রাক্তন রাষ্ট্রপতি। অন্য কারণে হাসপাতালে গেলে তাঁর কোভিড পরীক্ষা করা হয়। সেখানেই সংক্রমণ ধরা পড়ে।

এরপরেই নিজের টুইটার হ্যান্ডেলে প্রণব মুখোপাধ্যায় জানান, তাঁর কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছে। সুতরাং তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরাও যেন সেল্ফ আইসোলেশনে থাকেন। এবং নিজেদের করোনা পরীক্ষা করান।