Thursday, August 21, 2025

গণতন্ত্র বাঁচাতে সত্যের পথে থাকুন, সব দলের বিধায়কদের বেনজির চিঠি গেহলটের

Date:

মরু রাজ্যের রাজনৈতিক টানাপোড়েন এখনও বহাল। বিস্তর নাটকের পর আগামী ১৪ অগাস্ট থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন। এই অধিবেশনেই সম্ভবত আস্থা ভোটের মুখোমুখি হতে হবে কংগ্রেস সরকারকে।

বিশেষ অধিবেশনের আগে নজিরবিহীনভাবে দলমত নির্বিশেষে সব দলের সব বিধায়কদের চিঠি লিখলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ চিঠিতে তিনি বিধায়কদের ‘সত্য’ ও ‘গণতন্ত্রের’ পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন৷ এ দিন সব দলের বিধায়কদের চিঠি লিখে অশোক গেহলট বলেছেন, রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে আপনাদের সহযোগিতা চাই৷ চিঠিতে বলেছেন, ‘প্রচলিত ভুলের ঐতিহ্য ভেঙে মানুষের কথা শুনে তাঁদের আস্থা অর্জনের চেষ্টা করুন। গণতন্ত্রকে বাঁচান।’
এই চিঠিতেই পাশাপাশি গেহলট লিখেছেন, ‘যে দলের নির্বাচিত বিধায়কই আপনি হোন না কেন, ভোটারদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচিত সরকার কীভাবে রাজ্যের উন্নয়নে কাজ করেছে তা খতিয়ে দেখুন।’ একইসঙ্গে কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা যে সফল হবে না, সেই দাবিও করেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে জানা গিয়েছে, দড়ি টানাটানি থেকে সরিয়ে রাখতে বিজেপি তাদের ৬জন বিধায়ককে গুজরাতের পোরবন্দরে রেখেছে। গেহলট শিবিরের কংগ্রেস বিধায়করা রয়েছেন জয়সলমীরের এক হোটেলে। ওদিকে শচীন পাইলটের নেতৃত্বাধীন বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের, কংগ্রেসে স্বাগত জানিয়ে গেহলট বলেছেন, যদি কংগ্রেস হাইকমান্ড বিদ্রোহীদের ক্ষমা করে দেন, তাহলে তাঁদের তিনি স্বাগত জানাবেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version