Thursday, November 13, 2025

কোঝিকোড়ে খাদে পড়ে দুর্ঘটনা হয়নি বলে দাবি প্রত্যক্ষদর্শীর

Date:

কোঝিকোড়ের টেবিলটপ বিমানবন্দর থেকে গত শুক্রবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ৩৫ ফুট গভীর খাদে পড়ে যায়নি বলেই দাবি করলেন প্রত্যক্ষদর্শী সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর অজিত সিং।
তার স্পষ্ট বক্তব্য, রানওয়েতে নেমেই এআই- আইএক্সআই৩৪৩ উড়ানটি সজোরে দেওয়ালে ধাক্কা মারে। তিনি জানিয়েছেন, রানওয়েতে নামা থেকে পুরো বিষয়টি হতে মাত্র চার সেকেন্ডেরও কম সময় লেগেছে।
গত শুক্রবার সন্ধ্যা ৭.৪০ নাগাদ যখন রানওয়েতে নামার কথা তখনই সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর অজিত সিং এএসআই মঙ্গল সিংয়ের সঙ্গে কথা বলছিলেন। অজিতের কথায়, ‘যেহেতু আমাদের পোস্ট থেকে কোন বিমান আকাশে উড়ছে ও আকাশ থেকে নামছে দেখা যায় তাই বলতে পারি যে উড়ানটি ধাক্কা মারার আগে কোনও আওয়াজ হয়নি।’
অজিত আরও বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমি উড়ান ওঠা-নামা দেখছি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি হড়কে খাদে পড়েনি। যদি পড়ত তাহলে বিমানটি মাঝবরাবর ভাঙত। কিন্তু তা হয়নি।’
ছয় বছরের কর্মজীবনে পাঁচ বছর কোঝিকোড় বিমানবন্দরেই কর্মরত রয়েছেন বিহারের বাসিন্দা সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর অজিত সিং। গত শুক্রবার পিআইএল ডিউটিতে ছিলেন তিনি। বন্দরের পেরিমিটার দেওয়াল নজরবন্দি রাখার দায়িত্ব ছিল অজিতের।
তাঁর কথায়, ‘বি শিফটে আমার ডিউটি ছিল। অঝোরে বৃষ্টি পড়ছিল। কিন্তু কর্তব্য থেকে অব্যাহতির পরে আমি নয় কিমি দীর্ঘ পেরিমিটার এলাকা পরিদর্শনে বেরোই। তারপরই দেখি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি পেরিমিটারের গায়েই দুর্ঘটনায় পড়েছে। সব দেখে আমি দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাই। এর ঠিক ২-৩ মিনিটের মধ্যে স্থানীয় কয়েকজন চলে আসেন। গোটা ২০-২৫ জনে মিলেই উদ্ধার কাজ শুরু করি।
অজিতের দাবি, উড়ানটির পাখার কাছ বিপর্যস্ত হয়েছিল। তবে আলো না নেভায় অক্ষত যাত্রীরা নিজেরাই বেরনোর চেষ্টা করছিলেন। ওই উড়ানে অনেক মহিলা ও শিশুও ছিল। তবে যেকোনওমুহূর্তে উড়ানটিতে আগুন লেগে যেতে পারত। যদিও সেকথা প্রকাশ্যে সেই সময় জানাননি অজিত।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version