Thursday, November 13, 2025

ছি: লজ্জা! বাবার ৩ কোটি টাকা হাতিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলল তিন ছেলে

Date:

বাবা-মায়ের ঋণ কি সত্যিই শোধ করা যায়? যে মা বাবা, আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে, বুকে আগলে রেখে কষ্ট করে বড় করেছে, তাঁদেরই বয়স বাড়লে ছুঁড়ে ফেলে দিতে কেন দ্বিধাবোধ করে না সন্তানেরা। একবারও ভেবেছেন? আসলে সন্তানরা মনে করে, বয়স বাড়লে বাবা-মা বোঝা। এমনই এক লজ্জাজনক ঘটনা ঘটেছে হায়দরাবাদে। ৭৯ বছরের বাবার থেকে ৩ কোটি টাকার সম্পত্তি লিখিয়ে নিয়ে তিনভাই বাবাকে রাস্তায় বের করে দিয়েছে। কেউ দায়িত্বই নিতে চায়নি বাবার ।
তেলঙ্গানার সিদ্দিপেত জেলার মধিরা গ্রামে হতভাগ্য পিতার নাম পথু মালব্য। তাঁর তিন ছেলে, পথু সুধাকর, পথু জনার্দন, ও পথু রবীন্দ্র। তাঁরা তিন কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে বৃদ্ধ বাবাকে পথে ছুঁড়ে ফেলে দিয়েছে। শুধু বাবার সম্পত্তি দখল করেই থামেনি তারা, মায়ের যাবতীয় সোনা-রূপার গয়নাও হাতিয়ে নিয়েছে। বাবাকে একটু জলও খেতে দেয়নি গুণধর ছেলেরা। উল্টে না গিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তারা। বাবার সঙ্গে এই নির্মম ব্যবহারের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতে আমল দেয়নি তারা।
মায়ের নামে এখনও ছ’‌একর জমি রয়েছে। তাই মা এখনও আছেন সন্তানদের সঙ্গে । স্থানীয় গ্রামবাসীদের তিন ছেলে হুমকি দিয়ে বলেছে, পুলিশের কাছে অভিযোগ জানালে ফল ভালো হবে না। কারণ, গ্রামের সরপঞ্চ তাদের কাছের লোক।
বুড়ো বাবা গৃহহীন হয়ে খাবারের সন্ধানে গ্রামে যখন অন্য বন্ধুর বাড়ি গিয়েছেন, তখন সেই বন্ধুকেও প্রাণে হুমকি দিয়েছে ছেলেরা। যাতে বাবা খেতে না পায়। এরপরেই পুলিশের নজরে আসে পুরো বিষয়টি। ৭৯ বছরের সুধাকরকে স্থানীয় একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তিন ‘‌গুণধর’ ছেলেকে।
একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ৪২০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশের মন্তব্য, ছেলেরা একেবারে হৃদয়হীন। বারবার প্রতিবেশী, পুলিশ বলার পরেও তারা মানেনি। কিন্তু বাবা এখনও ছেলেদের জন্য সদয়। তিনি বলছেন, ছেলেদের ক্ষমা করে দিতে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version