Thursday, August 28, 2025

তৃণমূল কংগ্রেস নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর হরিনাম সংকীর্তন আপাতত খবরের শিরোনামে। একটু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে শুভেন্দুও খোল বাজাচ্ছেন। কীর্তনে রামনামও রয়েছে। যদিও যে ভিডিওটি এখন ভাইরাল হয়েছে, সেটি গত বছরের।

ফলে, কোনো কোনো অংশ থেকে বাজারে ছাড়া হয়েছে ” তৃণমূলের এক শীর্ষনেতার বিজেপিতে যাওয়ার ইঙ্গিত।” অর্থাৎ হিন্দুদের নামকীর্তনে শুভেন্দু এইভাবে অংশ নিয়েছেন মানেই তিনি বিজেপিতে গেলেন বলে! এ নিয়ে একাধিক নেতাও “অফ দি রেকর্ড” বোঝাতে শুরু করেছেন।

শুভেন্দুর ঘনিষ্ঠমহলের বক্তব্য, তিনি এলাকার বিভিন্ন ধর্মের অনুষ্ঠানেই যান। মন্দিরের পুজোঅর্চনায় যাওয়া নতুন নয়। আর কীর্তনে নেমে পড়া মানেই বিজেপিতে যাচ্ছেন, এটা অরাজনৈতিক ব্যাখ্যা। আর গত বছরের ভিডিও কারা ছাড়ছে আর কী রটাচ্ছে তা নিয়ে আর কী বলার আছে?

রাজনৈতিক ওয়াকিবহালের মহলের মতে, শুভেন্দুর যদি দল নিয়ে কোনো বক্তব্যও থাকে, তাহলে তাঁর ক্ষোভ বোঝাতে বা উল্টোদিকে বিজেপিকে বার্তা দিতে কীর্তন গাইবার প্রয়োজন নেই। শুভেন্দু যে উচ্চতায় আছেন, তাতে সরাসরিই বলতে পারেন। এইসব ইঙ্গিত, জল্পনা, রটনার পর্যায়ে শুভেন্দু অধিকারী পড়বেন না। ফলে বিষয়টিকে শুভেন্দুর নিজস্ব একটি কর্মসূচি হিসেবে দেখাই ভালো। এতে তিনিও বিশেষ রাজনৈতিক ইঙ্গিত দিতে চলেছেন বলে মনে হয় না।

তবে যাই হোক, যেহেতু তিনি শুভেন্দু, ফলে এই ছবি নিয়ে নানা আলোচনা জমে উঠেছে। তবে কারা কোন উদ্দেশে পুরোনো ভিডিওটি নতুন করে ছেড়ে ইঙ্গিতপূর্ণ বিভ্রন্তি ছড়াতে শুরু করলেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ছবিটি গত বছরের হনুমান মন্দিরের। এবারের জন্মাষ্টমীতেও তিনি প্রতিবারের মত ইসকনের মন্দিরে ছিলেন।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version