পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত বন্ধ লোকাল-দূরপাল্লার ট্রেন

পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত বন্ধ থাকবে লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল। কেন্দ্রীয় সরকারকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা। সোমবার রেল বোর্ডের জারি করা একটি বিজ্ঞপ্তি থেকে বিভ্রান্তি ছড়ায়। সেখানে বলা হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরে রেলের তরফে জানানো হয়, যে এটা ভুল। এখনই ট্রেন চলাচলের নির্দিষ্টদিন সম্পর্কে কিছুই বলা যাবে না। এরপর মঙ্গলবার সন্ধেবেলায় আবার জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য স্থগিত লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল। পরিষেবা কবে স্বাভাবিকভাবে হবে সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

তবে যে ২৩০ বিশেষ ট্রেন এই মুহূর্তে চলছে সেগুলি চলাচল করবে। পাশাপাশি, মহারাষ্ট্র সরকারের আর্জি মতো মুম্বইয়ে নির্দিষ্ট সংখ্যায় চলবে লোকাল ট্রেন।
এর আগে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ১২ অগাস্ট পর্যন্ত পরিষেবা বন্ধ থাকছে। পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত সেটাই বহাল থাকবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

Previous articleমর্মান্তিক! মোবাইল চার্জে বসিয়ে ঘুম, বিস্ফোরণে মৃত গোটা পরিবার
Next articleরাজ্যের আবেদনে ফের দেশের ৬ শহরের সঙ্গে কলকাতার বিমান পরিষেবা বিচ্ছিন্ন করল কেন্দ্র