“হাসি হাসি পরবো ফাঁসি, দেখবে ভারতবাসী…”, মৃত্যুবার্ষিকীতে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার ট্যুইট করে দেশের সর্বকনিষ্ঠ শহিদ বিপ্লবীকে শ্রদ্ধা জানান তিনি।

ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “হাসি হাসি পরবো ফাঁসি, দেখবে ভারতবাসী…। শহিদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার্ঘ্য।”

দেশের স্বাধীনতা আন্দোলনে নেমে সশস্ত্র বিপ্লব করতে গিয়ে মাত্র ১৮ বছর বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় মুজফফপুর সংশোধনাগারে। বর্তমানে সেই কারাগারের নাম বদলে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামেই নামকরণ করা হয়েছে।

Previous articleবন্ধ হতে চলেছে প্যারাডাইসের ঝাঁপ, প্রশ্নের মুখে সিঙ্গল স্ক্রিনের হল
Next articleকলকাতায় মাটির নীচে তৈরি হলো ভেন্টিলেশন শ্যাফট