কোভিড রোগীদের সাহায্যে হাসপাতালে ক্যুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্যের কোভিড হাসপাতালে রোগীদের সাহায্যে তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম। সিদ্ধান্ত নিল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কোভিড রোগী আনা হলে তাঁর দ্রুত বেশ কিছু চিকিৎসার দরকার পড়ে। সেই কারণে এবার রাজ্যের ৭৮টি কোভিড হাসপাতালে তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ক্যুইক রেসপন্স টিমে থাকছেন মোট ৫ জন সদস্য। তাঁদের মধ্যে একজন অ্যানাস্থেটিস্ট, একজন হাউস স্টাফ, একজন স্নাতকোত্তর পাঠরত চিকিৎসক, একজন চিকিৎসা আধিকারিক এবং একজন সিসিইউ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স থাকবেন। এঁরাই রাজ্যের কোভিড হাসপাতালগুলির জরুরি বিভাগে কোভিড রোগীদের প্রথম দেখবেন।
এতদিন পর্যন্ত রাজ্যে কোনও বড় অনুষ্ঠান যেমন প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি থাকলে তা সামলানোর জন্য কলকাতা পুলিশ এই ধরনের ক্যুইক রেসপন্স টিম তৈরি করত। সেই ধাঁচেই এবার করোনা রোগীদের সামলাতে রাজ্যের হাসপাতালগুলিতে তৈরি হচ্ছে ক্যুইক রেসপন্স টিম। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, এই টিমই হাসপাতালের জরুরি বিভাগে সঙ্কটজনক করোনা রোগীদের দেখে দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নেবে।

Previous article১০০ ডায়াল করে ফোনে প্রধানমন্ত্রীকে হুমকি! গ্রেফতার হরভজন সিং
Next articleনীতিগত প্রশ্নেই বিদ্রোহ, সাফাই শচীনের