Friday, August 22, 2025

বিজেপি শিবিরে জোর ধাক্কা দিয়ে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে সংখ্যা গরিষ্ঠ তৃণমূল

Date:

ফের এক জেলায় জোর ধাক্কা খেল বিজেপি। এবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ২৫। ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে ১৩টি আসন জিতেছিল বিজেপি। আর ১২টি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। সেবার সংখ্যা গরিষ্ঠ আসনে জয়লাভ করলেও বিভিন্ন জটিলতায় বোর্ড গঠন করতে পারেনি গেরুয়া শিবির।

এরপর মামলা গড়ায় আদালতে। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করে বিজেপি। এখনও পর্যন্ত সেই মামলার নিষ্পত্তি হয়নি। প্রায় আড়াই বছর পার করেও বোর্ড গঠন না হওয়ায় কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে দীর্ঘ অচলাবস্থা চলতে থাকে। পরিষেবা থেকে বঞ্চিত হয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছেন বলে জানান এলাকার মানুষ। বিজেপির নির্বাচিত সদস্যরাও পরিষেবা দিতে না পেরে মানুষের সামনে মুখ দেখাতে পারছিলেন না।

এমন পরিস্থিতিতে মেদিনীপুর শহরে তৃণমূলের জেলা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলবদল করেন কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য শান্তি কিস্কু ও নবকুমার সিং। তাঁদের সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন কেশিয়াড়ি বিধানসভা এলাকার বিজেপির সংযোজক অর্জুন দাস।

তৃণমূলে যোগদানের পর তাঁদের অভিযোগ, রাজ্য নেতৃত্ব যেভাবে দল পরিচালনা করছেন, তাতে মানুষের উন্নয়ন হতে পারে না। শুধু গিমিক করে মানুষের মন জয় করা যায় না।
মানুষ বিজেপি থেকে দূরে সরে যাচ্ছে। তাই উন্নয়নের স্বার্থেই দলবদলের এই সিদ্ধান্ত। বাংলার উন্নয়নের কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এখন থেকে তাঁরা মানুষের উন্নয়ননের জন্য কাজ করবেন।

পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে আমরা সংখ্যা গরিষ্ঠতা পেলেও বোর্ড গঠনের বিষয়টি এখনও আদালতের বিচারাধীন। আদালতের নির্দেশ মতোই বোর্ড গঠন হবে। সবে শুরু, খুব অল্পদিনের মধ্যেই এক এক করে বিজেপির সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা তৃণমূলে যোগদান করবেন”।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version