Saturday, November 1, 2025

বিজেপি শিবিরে জোর ধাক্কা দিয়ে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে সংখ্যা গরিষ্ঠ তৃণমূল

Date:

ফের এক জেলায় জোর ধাক্কা খেল বিজেপি। এবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ২৫। ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে ১৩টি আসন জিতেছিল বিজেপি। আর ১২টি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। সেবার সংখ্যা গরিষ্ঠ আসনে জয়লাভ করলেও বিভিন্ন জটিলতায় বোর্ড গঠন করতে পারেনি গেরুয়া শিবির।

এরপর মামলা গড়ায় আদালতে। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করে বিজেপি। এখনও পর্যন্ত সেই মামলার নিষ্পত্তি হয়নি। প্রায় আড়াই বছর পার করেও বোর্ড গঠন না হওয়ায় কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে দীর্ঘ অচলাবস্থা চলতে থাকে। পরিষেবা থেকে বঞ্চিত হয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছেন বলে জানান এলাকার মানুষ। বিজেপির নির্বাচিত সদস্যরাও পরিষেবা দিতে না পেরে মানুষের সামনে মুখ দেখাতে পারছিলেন না।

এমন পরিস্থিতিতে মেদিনীপুর শহরে তৃণমূলের জেলা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলবদল করেন কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য শান্তি কিস্কু ও নবকুমার সিং। তাঁদের সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন কেশিয়াড়ি বিধানসভা এলাকার বিজেপির সংযোজক অর্জুন দাস।

তৃণমূলে যোগদানের পর তাঁদের অভিযোগ, রাজ্য নেতৃত্ব যেভাবে দল পরিচালনা করছেন, তাতে মানুষের উন্নয়ন হতে পারে না। শুধু গিমিক করে মানুষের মন জয় করা যায় না।
মানুষ বিজেপি থেকে দূরে সরে যাচ্ছে। তাই উন্নয়নের স্বার্থেই দলবদলের এই সিদ্ধান্ত। বাংলার উন্নয়নের কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এখন থেকে তাঁরা মানুষের উন্নয়ননের জন্য কাজ করবেন।

পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে আমরা সংখ্যা গরিষ্ঠতা পেলেও বোর্ড গঠনের বিষয়টি এখনও আদালতের বিচারাধীন। আদালতের নির্দেশ মতোই বোর্ড গঠন হবে। সবে শুরু, খুব অল্পদিনের মধ্যেই এক এক করে বিজেপির সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা তৃণমূলে যোগদান করবেন”।

Related articles

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন বাধ্যতামূলক করার দাবি দোলার 

চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)। এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে...

সীমান্তে বেড়া নিয়ে বিজেপির বিশ্বাসঘাতকতা! জগন্নাথের সাসপেনশন দাবি অভিষেকের

ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নাকি বাংলার প্রশাসনই বাধা। একের পর এক জনসভা থেকে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

সৌদিতে পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের! নিরপেক্ষ তদন্তের দাবি 

সৌদি আরবে পুলিশের 'ভুলে' প্রাণ হারাতে হল ভারতীয় এক যুবককে। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)।ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি...

হাসপাতাল থেকে ছাড়া পেলেন, শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শনিবার বিসিসিআইয়ের(BCCI) বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা...
Exit mobile version