২০২০-তে নানা দুঃসংবাদ। অতিমারি, লকডাউন, আর্থিক মন্দা- কিন্তু জীবন থেমে থাকে না অনেক খারাপ খবরের মধ্যেও ভালো খবর হল দ্বিতীয়বার বাবা-মা হচ্ছেন সইফ আলি খান-করিনা কাপুর খান। করিনা নিজেই জানিয়েছেন সে কথা। লিখেছেন, “আমাদের পরিবার বাড়ছে। আপনাদের শুভেচ্ছা আর ভালবাসায় পরিবারে নতুন অতিথি আসছে।”

এর আগেও সংবাদমাধ্যমে করিনার মা হওয়ার খবর নিয়ে নানা গুজব ছড়িয়েছিল। সেই সময় সে খবর অস্বীকার করেছিলেন খান দম্পতি। বুধবার করিনা নিজেই সুখবর জানান।
করিনার কাকা রণধীর কপুর বলেন, ‘‘যে কোনও পরিবারে দুই সন্তান থাকা কাম্য। পরিবারে ভারসাম্য আসে”।
২০১২-তে বিয়ে হয় সইফ-করিনার। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। এবার সুসংবাদ শোনালেন সইফিনা।