PPE পরে জ্বরে আক্রান্তকে বাইকে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিলেন তৃণমূল নেতা!

পানিহাটির সিপিএমের বিদায়ী কাউন্সিলর সুদীপ রায়ের পর ঝাড়গ্রামের তৃণমূল নেতা সত্যকাম পট্টনায়েক, করোনা মহামারি অবহে গড়লেন মানবিকতার অনন্য নজির। করোনা আক্রান্তদের নিয়ে অধিকাংশ মানুষ যখন ভীত-সন্ত্রস্ত, ঠিক তখনই বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল নেতা সত্যকাম।

করোনার উপসর্গ দেখা দেওয়া এক ব্যক্তির সাহায্যে যখন কেউ এগিয়ে এলেন না, তখন সামাজিক দায়বদ্ধতা থেকে ওই ব্যক্তিকে নিজের বাইকে চাপিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলেন ঝাড়গ্রামের তৃণমূল নেতা। দিনকয়েক আগে ইউ একই ধরনের মনোবিক কাজ করেছিলেন পানিহাটির সিপিএমের নেতা সুদীপ রায়। তিনি করোনা আক্রান্ত এক মহিলাকে নিজের বাইকে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন।

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সিজুয়া গ্রামের এক বাসিন্দা। কিন্তু করোনা আতঙ্কের জেরে তাঁর সাহায্য এগিয়ে আসেনি কেউ। হাসপাতালে নিয়ে যাওয়া বা তাঁর করোনা পরীক্ষার ব্যবস্থা পর্যন্ত করেনি কেউ। কোনও অ্যাম্বুল্যান্স বা গাড়িও তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চায়নি। জ্বরে আক্রান্ত ওই ব্যক্তি ও তাঁর পরিবারের অসহায়তার কথা অবস্থায় কী করবেন, পৌঁছে যায় স্থানীয় তৃণমূল নেতা গোপীবল্লভপুরের ১ ব্লকের যুব তৃণমূল সভাপতি সত্যকাম পট্টনায়েকের কানে।

খবর পাওয়ার পর আর এক মুহূর্ত দেরি করেননি সত্যকাম।
PPE জোগাড় করে বাইক নিয়ে পৌঁছে যান ওই ব্যক্তির বাড়িতে। এরপরই জ্বরে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে তিনি পৌঁছে যান গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই ব্যক্তি এখন চিকিৎসাধীন।

তৃণমূল নেতার এমন মানবিক এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে গোটা বাংলা। নেতার এমন মহৎ কাছে গর্বিত ও উৎসাহিত তাঁর অনুগামীরাও।

Previous articleকরোনা সংক্রমণ থেকে বাঁচতে মেসি ঘুমোচ্ছেন বিশেষ ‘অ্যান্টি করোনা ভাইরাস’ গদিতে!
Next articleসুশান্তের মৃত্যু নিয়ে ভারতীয় ক্রিকেটারদের নীরবতাকে কটাক্ষ মনোজের, বিদ্রুপ রিয়াকেও