Tuesday, November 18, 2025

কলকাতায় এবার বরো-ভিত্তিক র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা

Date:

কলকাতা পুরসভার প্রতিটি বরোয় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হবে৷ এই পরীক্ষার পরিকাঠামো বাড়াতে প্রতিটি বরোয় ৩টি করে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হবে । সপ্তাহে অন্তত দু’দিন সেখানে বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হবে। পরে প্রতিটি ওয়ার্ডেও এ পরীক্ষার জন্য জায়গা চিহ্নিত করা হবে৷ কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এ কথা জানিয়েছেন। এক ভিডিও কনফারেন্সে অতীনবাবু বরো-কোঅর্ডিনেটরদের বলেছেন, শহরে অ্যান্টিজেন পরীক্ষার উপরে গুরুত্ব দিতে হবে৷ এই পরীক্ষায় দ্রুত রিপোর্ট পাওয়া যায়৷ এর ফলে চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুবিধা হবে৷

অতীনবাবু জানিয়েছেন, ইতিমধ্যে সব ক’টি বরো মিলিয়ে প্রায় ৩৫ হাজার বাসিন্দার অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা প্রয়োজন। পুরসভার কমিউনিটি হলে পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি একইসঙ্গে বলেছেন, যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁরা বিধি মানছেন কি না, তা দেখবে পুরসভার স্বাস্থ্য দফতর। পুরসভা সূত্রের খবর, এখন শহরে মোট করোনা আক্রান্তের ৪০ শতাংশই বাড়িতে থাকছেন। তাই পুর কর্তৃপক্ষ বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত বা বিভিন্ন কারণে হোম আইসোলেশনে আছেন, এমন বাসিন্দার সংখ্যা নথিভুক্ত করার পরিকাঠামো বাড়ানোর চেষ্টা করবে৷

Related articles

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...
Exit mobile version