Friday, August 22, 2025

১৫ আগস্ট ৪ পরিযায়ী শ্রমিক-সহ ৩০ জন ‘মহামারি-যোদ্ধা’কে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মহামারির সঙ্গে মুখোমুখি যুদ্ধে নিয়োজিত ৩০ জন যোদ্ধাকে স্বাধীনতা দিবসে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই তালিকায় চিকিৎসক, পুলিশ, নার্সরা যেমন আছেন, তেমনই আছেন কোভিড ওয়ার্ডে ডিউটি করা করোনা জয়ী ৪ জন পরিযায়ী শ্রমিক।যোদ্ধাদের তালিকায় আছেন হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার, শিক্ষক, স্বাস্থ্যবন্ধু বা সাফাইকর্মী, অ্যাম্বুলেন্স ড্রাইভার, ডব্লুবিসিএস অফিসাররাও৷ প্রাণের ঝুঁকি উপেক্ষা করে লড়াইয়ে শামিল হওয়া এই যোদ্ধাদের হাতে মানপত্র তুলে দেবেন মমতা। সূত্রের খবর, ১৭ মার্চ রাজ্যে প্রথম সংক্রমণের ঘটনা ঘটে। ২৬ এপ্রিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহকারি স্বাস্থ্য অধিকর্তা ডাঃ বিপ্লব দাশগুপ্তের কোভিডে মৃত্যু হয়। রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত যোদ্ধাদের মৃত্যু হলে সামর্থ্য অনুযায়ী সেই পরিবারের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে রাজ্য সরকার। গত ১ এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত করোনা-যোদ্ধাদের জন্য ১০ লক্ষ টাকার বিমা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি ও সরকার অধিগৃহীত হাসপাতালে যোদ্ধারা সংক্রামিত হলে তাঁদের এক লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের অন্যতম চিকিৎসক সংগঠন ডব্লুবিডিএফ সূত্রের খবর, ১৭ মার্চ থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৫০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গিয়েছেন ২০ জন। মহামারির শিকার হয়েছেন কয়েকজন নার্সিং কর্মীও।
এবার সংবর্ধিত হতে চলা করোনা যোদ্ধাদের মধ্যে নজর কাড়বেন পরিযায়ী শ্রমিকরা। মাসকয়েক আগে রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে মূলত তাঁদেরই দায়ী করা হচ্ছিল। বাস্তবে দেখা গেল, করোনা জয়ের পর বহু মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার বিবরণ লিখেই দায় সারছেন, তখন করোনা জয়ী পরিযায়ী শ্রমিকদের একাংশ বিভিন্ন কোভিড হাসপাতালে ডিউটি করে চলেছেন। করোনা জয়ী শ্রমিকদের দিয়েই হাসপাতালে কাজের পরিকল্পনা শুরু হয় মুর্শিদাবাদে। সেখানকার “কোভিড ১৯ ওয়ারিয়ার্স ক্লাবের” প্রতিষ্ঠাতা ডাঃ অমরেন্দ্রনাথ রায় বলেন, এখনও পর্যন্ত এই ক্লাবের সদস্য সংখ্যা ৪৯ জন। এর মধ্যে সিংহভাগই পরিযায়ী শ্রমিক। তাঁরা বেলেঘাটা আইডি, এম আর বাঙ্গুর, কলকাতা মেডিক্যাল কলেজ, কেপিসি মেডিক্যাল কলেজ, রাজারহাটের সিএনসিআই প্রভৃতি জায়গায় কাজ করছেন। রোগীদের পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের ৪ জনকে মুখ্যমন্ত্রী সম্মান জানাবেন। আমরা খুবই আনন্দিত।

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...