Friday, August 22, 2025

১৫ আগস্ট ৪ পরিযায়ী শ্রমিক-সহ ৩০ জন ‘মহামারি-যোদ্ধা’কে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী

Date:

মহামারির সঙ্গে মুখোমুখি যুদ্ধে নিয়োজিত ৩০ জন যোদ্ধাকে স্বাধীনতা দিবসে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই তালিকায় চিকিৎসক, পুলিশ, নার্সরা যেমন আছেন, তেমনই আছেন কোভিড ওয়ার্ডে ডিউটি করা করোনা জয়ী ৪ জন পরিযায়ী শ্রমিক।যোদ্ধাদের তালিকায় আছেন হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার, শিক্ষক, স্বাস্থ্যবন্ধু বা সাফাইকর্মী, অ্যাম্বুলেন্স ড্রাইভার, ডব্লুবিসিএস অফিসাররাও৷ প্রাণের ঝুঁকি উপেক্ষা করে লড়াইয়ে শামিল হওয়া এই যোদ্ধাদের হাতে মানপত্র তুলে দেবেন মমতা। সূত্রের খবর, ১৭ মার্চ রাজ্যে প্রথম সংক্রমণের ঘটনা ঘটে। ২৬ এপ্রিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহকারি স্বাস্থ্য অধিকর্তা ডাঃ বিপ্লব দাশগুপ্তের কোভিডে মৃত্যু হয়। রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত যোদ্ধাদের মৃত্যু হলে সামর্থ্য অনুযায়ী সেই পরিবারের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে রাজ্য সরকার। গত ১ এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত করোনা-যোদ্ধাদের জন্য ১০ লক্ষ টাকার বিমা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি ও সরকার অধিগৃহীত হাসপাতালে যোদ্ধারা সংক্রামিত হলে তাঁদের এক লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের অন্যতম চিকিৎসক সংগঠন ডব্লুবিডিএফ সূত্রের খবর, ১৭ মার্চ থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৫০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গিয়েছেন ২০ জন। মহামারির শিকার হয়েছেন কয়েকজন নার্সিং কর্মীও।
এবার সংবর্ধিত হতে চলা করোনা যোদ্ধাদের মধ্যে নজর কাড়বেন পরিযায়ী শ্রমিকরা। মাসকয়েক আগে রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে মূলত তাঁদেরই দায়ী করা হচ্ছিল। বাস্তবে দেখা গেল, করোনা জয়ের পর বহু মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার বিবরণ লিখেই দায় সারছেন, তখন করোনা জয়ী পরিযায়ী শ্রমিকদের একাংশ বিভিন্ন কোভিড হাসপাতালে ডিউটি করে চলেছেন। করোনা জয়ী শ্রমিকদের দিয়েই হাসপাতালে কাজের পরিকল্পনা শুরু হয় মুর্শিদাবাদে। সেখানকার “কোভিড ১৯ ওয়ারিয়ার্স ক্লাবের” প্রতিষ্ঠাতা ডাঃ অমরেন্দ্রনাথ রায় বলেন, এখনও পর্যন্ত এই ক্লাবের সদস্য সংখ্যা ৪৯ জন। এর মধ্যে সিংহভাগই পরিযায়ী শ্রমিক। তাঁরা বেলেঘাটা আইডি, এম আর বাঙ্গুর, কলকাতা মেডিক্যাল কলেজ, কেপিসি মেডিক্যাল কলেজ, রাজারহাটের সিএনসিআই প্রভৃতি জায়গায় কাজ করছেন। রোগীদের পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের ৪ জনকে মুখ্যমন্ত্রী সম্মান জানাবেন। আমরা খুবই আনন্দিত।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version