বেশ কয়েক বছর আগেই চোখ জোড়া দানের অঙ্গীকার করেছেন। বিশ্ব অঙ্গদান দিবসে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ এমন এক জায়গা যেখানে মৃত্যুর পরে অঙ্গ দানকে উৎসাহিত করা হয়। দেশের মধ্যে বাংলা সেই সব রাজ্যগুলির মধ্যে একটি যারা সফল অঙ্গ প্রতিস্থাপনের জন্য নিয়মিত ভাবে গ্রিন করিডর করে দ্রুত অঙ্গের পরিবহণের ব্যবস্থা করে থাকে। আমিও আমার দুই চোখ অনেক দিন আগেই দানের অঙ্গীকার করেছি।’ মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ রাজ্যবাসীকে অঙ্গদানের ক্ষেত্রে উৎসাহিত করবে আশা করা যায়।

Today is Organ Donation Day. #GoWB encourages the donation of organs after death and #Bengal is also one of the few States to have successfully created green corridors for the speedy transfer of organs. I also pledged to donate my eyes many years ago.
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2020
অঙ্গদান সম্পর্কে মানুষকে সচেতন করতেই রাষ্ট্রসংঘ প্রতি বছর ১৩ অগাস্ট বিশ্ব অঙ্গদান দিবস পালন করে। মৃত্যুর প্রথম ৬ ঘণ্টার মধ্যেই মৃতদেহে অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাক থাকে। তার পর থেকে তা নষ্ট হতে শুরু করে। এই ৬ ঘণ্টার মধ্যেই অঙ্গপ্রতঙ্গ সংগ্রহ করে প্রতিস্থাপনের কাজ সেরে ফেলতে হয়। একমাত্র চোখ কিছুদিন ফ্রিজ করে রাখা যায়।