Friday, August 22, 2025

সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে ক্লাস করানোর জেরে প্রধান শিক্ষককে শোকজ করল স্কুল শিক্ষা দফতর। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হাটসরবেড়িয়া হাইস্কুলের। বুধবার ওই স্কুলের দশম শ্রেণীর ক্লাস হয়।

রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বন্ধ থাকবে স্কুল কলেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে ন পরিস্থিতির উন্নতি হলে তবেই সেপ্টেম্বর মাসে শিক্ষক দিবসের পর স্কুল খোলা যেতে পারে। এরই মধ্যে নিয়ম ভেঙে ক্লাস হলো স্কুলে। গোটা ঘটনায় ক্ষুব্ধ স্কুল শিক্ষা দফতর।

কেন সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে স্কুল খোলা হলো? এই বিষয়ে প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকের সাফাই, “অভিভাবকরা স্কুল খোলার জন্য অনুরোধ করেছিলেন। তাই পরিচালন সমিতি স্কুল খোলার সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র দশম শ্রেণীর ক্লাস চালু করা হয়েছে।” স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, মহামারি পরিস্থিতিতে পড়ুয়ারা পিছিয়ে পড়ছে। ওদের স্বার্থেই স্কুল খোলা হয়েছে।

জানা গিয়েছে, ওই স্কুলে দশম শ্রেণীর পড়ুয়ার সংখ্যা ১৫০। তার মধ্যে এদিন উপস্থিত ছিল ৫২ জন। তিন ঘণ্টা ক্লাস নেওয়া হয়। দু’টি হলঘরে পড়ুয়াদের বসানো হয়েছিল বলে স্কুল সূত্রে খবর। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে স্বাস্থ্যবিধি মেনে এদিন ক্লাস নেওয়া হয়েছে। কিন্তু যেখানে সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানে স্কুল খোলা মারাত্মক অপরাধ বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ। জেলা স্কুল পরিদর্শক চাপেশ্বর সর্দার বলেন, ” ক্লাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলকে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version