Monday, November 17, 2025

ফের করোনা আক্রান্ত পরিবারের পাশে সাংসদ-অভিনেতা দেব, সবটা জানলে আপনিও গর্বিত হবেন

Date:

অভিনেতা হিসেবে আইকন হিসেবে থাকা নয়, নির্বাচিত সাংসদ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর সংকল্প। করোনা মোকাবিলায় লকডাউন পর্বে ভিনদেশে বা ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ীদের ফিরিয়েছেন। আবার কখনও সোশ্যাল মিডিয়ায় যাদবপুরের করোনা আক্রান্ত অসহায় রোগীর কথা জানতে পেরে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন। কিন্তু সেখানেই থেমে নেই তিনি। এবার কলকাতা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে করোনা আক্রান্তের বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিলেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব।

গত ১২ অগস্ট টুইটে টালিগঞ্জের করোনা আক্রান্ত এক পরিবারের সমস্যার কথা জানান লোপামুদ্রা দাস নামে এক মহিলা। ”দিদিকে বলো”-তে ট্যাগ করে তিনি লেখেন, ”কারোর নম্বর আছে বা কেউ এমন আছেন যিনি কোভিড আক্রান্ত পরিবারের প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকেই তাঁদের দিয়ে দিতে পারেন? ওই পরিবারের একজন ক্যানসার আক্রান্ত রোগীও রয়েছেন, আবার বয়স্ক ব্যক্তিও রয়েছেন। দয়া করে যদি সাহায্য পাওয়া যেত।” এই টুইটটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও দেব অধিকারীকে ট্যাগ করেন জনৈক লোপামুদ্রা দাস।

লোপামুদ্রার টুইটি নজর এড়ায়নি দেবের। তিনি লোপামুদ্রাকে জানান, তাঁর সঙ্গে আইপিএস মুরলীধর শর্মার কথা হয়েছে। কলকাতা পুলিশ এবিষয়ে খুব ভালো কাজ করছেন বলেও জানান অভিনেতা।

এদিকে কলকাতা পুলিস কমিশনার অনুজ শর্মা, যুগ্ম কমিশনার (অপরাধ দমন) মুরলীধর শর্মা লোপামুদ্রা দাসকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যোগাযোগের জন্য প্রয়োজনীয় নম্বর ও ঠিকানাও দিতে বলেন।

উল্লেখ্য, সম্প্রতি বসোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়েই যাদবপুরের এক বাসিন্দার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছিলেন সাংসদ-অভিনেতা দেব। এখানেই শেষ নয়, যখনই তাঁর কাছে সোশ্যাল মিডিয়ায় কেউ সাহায্যের আবেদন করেছেন, তখন যতটা সম্ভব তাঁদের উত্তর দিতেও দেখা গিয়েছে দেবকে। এখানেই শেষ নয়, করোনা নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সচেতনতা প্রচারেও দেখা গিয়েছে টলিউডের শীর্ষ অভিনেতাকে।

 

Related articles

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা...
Exit mobile version