Monday, August 25, 2025

সিএসকে ক্যাম্পে যোগ দিলেন ধোনি

Date:

Share post:

আইপিএলের প্রস্তুতির জন্য সলতে পাকানোর শুরু করে দিল চেন্নাই সুপার কিংস।

ক্যাম্পে যোগ দিতে রাঁচি থেকে রওনা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচি বিমানবন্দরে মাহির গায়ে ছিল সিএসকে-এর হলুদ রঙের গেঞ্জি, কালো প্যান্ট। মুখে আর্মি রঙের তৈরি মাস্ক। নতুন হেয়ার স্টাইল। রাঁচি থেকে বিশেষ চাটার্ড বিমানে চেন্নাই পাড়ি দেন অধিনায়ক।
দীর্ঘদিন পর ধোনিকে সামনাসামনি দেখতে পেলেন ভক্তরা। তিনি ছাড়াও সিএসকে ক্যাম্পে যোগ দিতে রাঁচি থেকে চেন্নাই উড়ে গিয়েছেন ঝাড়খণ্ডের ক্রিকেটার মনু সিং। অন্যদিকে সুরেশ রায়না, পীযূষ চাওলা, দীপক চাহার, কর্ণ শর্মারাও চেন্নাইয়ে উড়ে গিয়েছেন বিশেষ বিমানে। চেন্নাই সুপার কিংসের তরফ থেকে সুরেশ রায়নাদের শিবিরে যোগ দিতে যাওয়ার ছবি পোস্ট করা হয়।
বিমানের ভিতরেই হাসিমুখে ছবি তোলেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে পিপিই পড়ে বিমান কর্মীদেরও ছবি তুলতে দেখা যায়। ক্রিকেটাররা করোনা পরীক্ষা করানোর পর এই শিবিরে যোগ দিলেন। বৃহস্পতিবারই ধোনি সহ চেন্নাইয়ের শিবিরে যোগ দেওয়া ক্রিকেটারদের রিপোর্ট নেগেটিভ এসেছে । ব্যক্তিগত কারণে এই শিবিরে নেই রবীন্দ্র জাডেজা। সরাসরি দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন তিনি ।
১৫ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত চলবে শিবির। মূলত ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প এটি। ৬ দিন ক্যাম্পে অনুশীলন করবেন ক্রিকেটাররা। চিপকে শিবির চলাকালীন সেখানেও দু’বার ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট নেগেটিভ হওয়ার পরেই ২১ অগাস্ট চেন্নাই থেকে বিশেষ বিমানে আমিরশাহির উদ্দেশ্যে রওনা দেবে চেন্নাই সুপার কিংস।
সিএসকে- এর বিদেশি ক্রিকেটাররা সরাসরি  সংযুক্ত আরব আমিরশাহিতেই দলের সঙ্গে যোগ দেবেন।

spot_img

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...