Tuesday, December 16, 2025

সিএসকে ক্যাম্পে যোগ দিলেন ধোনি

Date:

Share post:

আইপিএলের প্রস্তুতির জন্য সলতে পাকানোর শুরু করে দিল চেন্নাই সুপার কিংস।

ক্যাম্পে যোগ দিতে রাঁচি থেকে রওনা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচি বিমানবন্দরে মাহির গায়ে ছিল সিএসকে-এর হলুদ রঙের গেঞ্জি, কালো প্যান্ট। মুখে আর্মি রঙের তৈরি মাস্ক। নতুন হেয়ার স্টাইল। রাঁচি থেকে বিশেষ চাটার্ড বিমানে চেন্নাই পাড়ি দেন অধিনায়ক।
দীর্ঘদিন পর ধোনিকে সামনাসামনি দেখতে পেলেন ভক্তরা। তিনি ছাড়াও সিএসকে ক্যাম্পে যোগ দিতে রাঁচি থেকে চেন্নাই উড়ে গিয়েছেন ঝাড়খণ্ডের ক্রিকেটার মনু সিং। অন্যদিকে সুরেশ রায়না, পীযূষ চাওলা, দীপক চাহার, কর্ণ শর্মারাও চেন্নাইয়ে উড়ে গিয়েছেন বিশেষ বিমানে। চেন্নাই সুপার কিংসের তরফ থেকে সুরেশ রায়নাদের শিবিরে যোগ দিতে যাওয়ার ছবি পোস্ট করা হয়।
বিমানের ভিতরেই হাসিমুখে ছবি তোলেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে পিপিই পড়ে বিমান কর্মীদেরও ছবি তুলতে দেখা যায়। ক্রিকেটাররা করোনা পরীক্ষা করানোর পর এই শিবিরে যোগ দিলেন। বৃহস্পতিবারই ধোনি সহ চেন্নাইয়ের শিবিরে যোগ দেওয়া ক্রিকেটারদের রিপোর্ট নেগেটিভ এসেছে । ব্যক্তিগত কারণে এই শিবিরে নেই রবীন্দ্র জাডেজা। সরাসরি দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন তিনি ।
১৫ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত চলবে শিবির। মূলত ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প এটি। ৬ দিন ক্যাম্পে অনুশীলন করবেন ক্রিকেটাররা। চিপকে শিবির চলাকালীন সেখানেও দু’বার ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট নেগেটিভ হওয়ার পরেই ২১ অগাস্ট চেন্নাই থেকে বিশেষ বিমানে আমিরশাহির উদ্দেশ্যে রওনা দেবে চেন্নাই সুপার কিংস।
সিএসকে- এর বিদেশি ক্রিকেটাররা সরাসরি  সংযুক্ত আরব আমিরশাহিতেই দলের সঙ্গে যোগ দেবেন।

spot_img

Related articles

এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

১৪ বছরের তৃণমূল সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ রাজ্যবাসীর সামনে তুলে ধরতে সক্রিয় হল তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

ভারত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হত না: ‘বিজয় দিবস’-এ শ্রদ্ধা জানিয়ে স্বীকার মুক্তিযোদ্ধার

বাংলাদেশের (Bangladesh) ৫৪তম স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর (Army) পূর্বাঞ্চলীয় সদর কলকাতায় পালিত হল হিসেবে। মঙ্গলবার সেখানে বিশেষ যৌথ অনুষ্ঠানের...

বরাদ্দ বন্ধের জবাব চাইবেন ১০ তৃণমূল সাংসদ: বুধে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক

অবশেষে তৃণমূল সাংসদদের দাবির কাছে নতিস্বীকারে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। দীর্ঘদিন ধরে টালবাহানার পরে অবশেষে তৃণমূল সাংসদদের...

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে...