“মেয়েরা দেশের সম্পদ। আমরা তাদের জন্য গর্বিত”- কন্যাশ্রী দিবস টুইট করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ২০১৩ সালে এই দিনেই প্রথম কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। রাষ্ট্রসংঘে এই প্রকল্প প্রথম পুরস্কার জিতে নিয়েছে। কমপক্ষে ৬৭ লক্ষ মেয়ে এই প্রকল্পের অধীনে উপকৃত হচ্ছে। কন্যাশ্রী দিবস বাংলার তথা ভারতের সব মেয়েদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Today is #KanyashreeDibas. The #Kanyashree scheme, started in 2013, has won the @UN (first prize) award. Nearly 67 lakh girls have been empowered through this unique scheme. Girls are assets of our nation, and we are proud of them.
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2020
মোদির কাছে পাওনা অর্থ দাবি করে মিলেছে মাত্র ৪১৭ কোটি, ক্ষুব্ধ মমতা