Saturday, January 10, 2026

মহামারির আবহেই লালকেল্লায় উদযাপিত হবে দেশের ৭৪তম স্বাধীনতা দিবস

Date:

Share post:

মহামারি আবহে শনিবার দেশজুড়ে পালিত হবে ৭৪তম স্বাধীনতা দিবস৷ করোনা-বিধি বজায় রেখেই দেশজুড়ে প্রস্তুতি চলছে। এ বছরের প্রতিকূল পরিস্থিতিতে কড়াকড়ি অনেকটাই বেশি।

◾জমায়েত নিয়ন্ত্রণে রাখতে এবার হ্রাস করা হয়েছে লালকেল্লার অনুষ্ঠানের আমন্ত্রিতের সংখ্যা।

◾ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, তাঁদের পরিবার, আমলা ও সাধারণ মানুষ মিলিয়ে এবছর ৪ হাজার জন আমন্ত্রিত।

◾প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যাঁরা আমন্ত্রণপত্র পেয়েছে, এবার তাঁরাই শুধু অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

◾প্রতি কার্ডের সঙ্গে ছাপানো হয়েছে কোভিড নিয়ন্ত্রণবিধি।

◾লালকেল্লার ভিতর ও বাইরে নিয়মিত স্যানিটাইজ করার কাজ চলছে৷

◾সবক’টি প্রবেশ ও প্রস্থান পথে থাকছে স্ক্রিনিং।

◾আমন্ত্রিতদের গতিবিধি নজরে রাখতে বসেছে বিশেষ ক্যামেরা।

◾আমন্ত্রিতদের লালকেল্লায় প্রবেশে ফেসমাস্ক বাধ্যতামূলক। অতিরিক্ত মাস্কের বন্দোবস্ত রয়েছে অনুষ্ঠানস্থলে। আর থাকছে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার।

◼প্রতি আসনের মাঝে থাকছে দুই গজের দূরত্ব।

◼থাকছে একাধিক মেডিক্যাল বুথ।

◾লালকেল্লায় এসে যাঁদের সংক্রমণ উপসর্গ অনুভব হবে, তাঁরা ওই মেডিক্যাল বুথে যোগাযোগ করতে পারবেন।

◾স্ট্যান্ডবাই হিসেবে থাকছে অ্যাম্বুল্যান্সও।

◾এবার আমন্ত্রণ জানানো হয়নি কোনও স্কুলপড়ুয়াকে।

◾শুধু এনসিসির ক্যাডেটরা থাকবে, তাদের বসার ব্যবস্থা করা হয়েছে রাজপথে।

◾গার্ড অফ অনারের দায়িত্বপ্রাপ্ত জওয়ানদের ইতিমধ্যে কোয়ারান্টাইন করা হয়েছে।

◾ভারতীয় সেনার তিন বাহিনীর ২২ জন জওয়ান গার্ড অফ অনারে অংশ নেবেন।

◼থাকবে দিল্লি পুলিশের বিশেষ বাহিনীও।

◾সামাজিক দূরত্ব পালনে এই জওয়ানদের চারটি সারিতে পৃথকভাবে দাঁড় করানো হবে।

◾একমাত্র উপসর্গহীন ও কোভিড নেগেটিভ জওয়ানরাই দিতে পারবেন গার্ড অফ অনার।

◾প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী।

◾প্রায় ৪৫ মিনিট থেকে দেড়ঘণ্টা চলতে পারে তাঁর ভাষণ।

spot_img

Related articles

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...