Sunday, May 4, 2025

মহামারির আবহেই লালকেল্লায় উদযাপিত হবে দেশের ৭৪তম স্বাধীনতা দিবস

Date:

Share post:

মহামারি আবহে শনিবার দেশজুড়ে পালিত হবে ৭৪তম স্বাধীনতা দিবস৷ করোনা-বিধি বজায় রেখেই দেশজুড়ে প্রস্তুতি চলছে। এ বছরের প্রতিকূল পরিস্থিতিতে কড়াকড়ি অনেকটাই বেশি।

◾জমায়েত নিয়ন্ত্রণে রাখতে এবার হ্রাস করা হয়েছে লালকেল্লার অনুষ্ঠানের আমন্ত্রিতের সংখ্যা।

◾ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, তাঁদের পরিবার, আমলা ও সাধারণ মানুষ মিলিয়ে এবছর ৪ হাজার জন আমন্ত্রিত।

◾প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যাঁরা আমন্ত্রণপত্র পেয়েছে, এবার তাঁরাই শুধু অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

◾প্রতি কার্ডের সঙ্গে ছাপানো হয়েছে কোভিড নিয়ন্ত্রণবিধি।

◾লালকেল্লার ভিতর ও বাইরে নিয়মিত স্যানিটাইজ করার কাজ চলছে৷

◾সবক’টি প্রবেশ ও প্রস্থান পথে থাকছে স্ক্রিনিং।

◾আমন্ত্রিতদের গতিবিধি নজরে রাখতে বসেছে বিশেষ ক্যামেরা।

◾আমন্ত্রিতদের লালকেল্লায় প্রবেশে ফেসমাস্ক বাধ্যতামূলক। অতিরিক্ত মাস্কের বন্দোবস্ত রয়েছে অনুষ্ঠানস্থলে। আর থাকছে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার।

◼প্রতি আসনের মাঝে থাকছে দুই গজের দূরত্ব।

◼থাকছে একাধিক মেডিক্যাল বুথ।

◾লালকেল্লায় এসে যাঁদের সংক্রমণ উপসর্গ অনুভব হবে, তাঁরা ওই মেডিক্যাল বুথে যোগাযোগ করতে পারবেন।

◾স্ট্যান্ডবাই হিসেবে থাকছে অ্যাম্বুল্যান্সও।

◾এবার আমন্ত্রণ জানানো হয়নি কোনও স্কুলপড়ুয়াকে।

◾শুধু এনসিসির ক্যাডেটরা থাকবে, তাদের বসার ব্যবস্থা করা হয়েছে রাজপথে।

◾গার্ড অফ অনারের দায়িত্বপ্রাপ্ত জওয়ানদের ইতিমধ্যে কোয়ারান্টাইন করা হয়েছে।

◾ভারতীয় সেনার তিন বাহিনীর ২২ জন জওয়ান গার্ড অফ অনারে অংশ নেবেন।

◼থাকবে দিল্লি পুলিশের বিশেষ বাহিনীও।

◾সামাজিক দূরত্ব পালনে এই জওয়ানদের চারটি সারিতে পৃথকভাবে দাঁড় করানো হবে।

◾একমাত্র উপসর্গহীন ও কোভিড নেগেটিভ জওয়ানরাই দিতে পারবেন গার্ড অফ অনার।

◾প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী।

◾প্রায় ৪৫ মিনিট থেকে দেড়ঘণ্টা চলতে পারে তাঁর ভাষণ।

spot_img
spot_img

Related articles

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...