মানিকতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু ঘিরে ধুন্ধুমার

মানিকতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা । গতকাল রাতে লাইটপোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা । তাদের আরও অভিযোগ,  ওই এলাকায় বিপজ্জনক ভাবে বিদ্যুতের তার বহুদিন থেকে ঝুলছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে,   বাথরুম লাগোয়া লাইটপোস্টে তিনি তড়িদাহত হন।বছর ৪৬-এর পুষ্পা বর্মা মানিকতলা পুকুরমাঠ এলাকার বাসিন্দা ।লাইটপোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার দেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে দশটার সময় রাতের খাবার খেয়ে তিনি ওই বাথরুমে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। অভিযোগ, চৌবাচ্চার জলও কারেন্টের আওতায় চলে এসেছিল । এই নিয়ে এক মাসের মধ্যে এই ধরনের দুটি ঘটনা ঘটল। মহিলাকে রাতেই আরজিকর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, সিইএসসি এবং পুরসভাকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি ।

শুক্রবার সকালে স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান।  পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Previous articleউদীয়মান ফুটবলার শেখ সাহিলের পাশে দাঁড়াল অ্যাডামাস ইউনিভার্সিটি
Next articleবিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত টুইট, সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত আইনজীবী প্রশান্ত ভূষণ