উদীয়মান ফুটবলার শেখ সাহিলের পাশে দাঁড়াল অ্যাডামাস ইউনিভার্সিটি

বাংলার উদীয়মান ফুটবল তারকার পাশে এসে দাঁড়াল অ্যাডামাস ইউনিভার্সিটি। এটিকে- মোহনবাগানের এই মুহূর্তের অন্যতম সেরা ফুটবলার শেখ সাহিল উচ্চমাধ্যমিক পাশ করার পরে উচ্চশিক্ষায় আগ্রহ দেখান। এ বছরই ৫৭% নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তিনি। খেলাই ধ্যান জ্ঞান কিন্তু ইচ্ছে ছিল লেখাপড়ারও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ালেন অ্যাডামাস ইউনিভার্সিটি আচার্য সমিত রায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থের বিনিময় যেখানে পড়তে হয়, সেখানে এই কৃতি ফুটবলারকে বিশেষ সুযোগ করে দিলেন তিনি। তাঁদের বারাসত শাখা মাত্র এক টাকা সাম্মানিক মূল্যে এই প্রতিশ্রুতিবান ফুটবলারকে স্নাতকস্তরে ভর্তির সুযোগ দিয়েছেন সমিত রায়। বাংলায় অনার্স নিয়ে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন সাহিল। তবে, শুধু শেখ সাহিল নন, বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রে ভর্তি হয়েছেন মহামেডান স্পোর্টিংয়ের নবী হোসেনও। শেখ সাহিলের মতো তরুণ মিড ফিল্ডারকে মাঠের পাশাপাশি শিক্ষা জগতে দৌড়ের সুযোগ করে দিল অ্যাডামাস ইউনিভার্সিটি।

এর আগেও বিভিন্ন সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছেন সমিত রায়। এই বিপর্যয়ের সময় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকেছেন তিনি। অভিভাবকদের আর্থিক অসঙ্গতির কথা মাথায় রেখে স্কলারশিপ চালু হয়েছে তাঁর বিশ্ববিদ্যালয়ে। এই পরিস্থিতিতে তরুণ ফুটবলারকে উচ্চশিক্ষার আলো দেখানোর পথে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য।

Previous articleকুমড়ো চাপা দিয়ে ডিকিতে করে দেহ পাচার! শেষ রক্ষা হল না
Next articleমানিকতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু ঘিরে ধুন্ধুমার