সুশান্তকে বিশেষ স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়ার সরকার

0
1

হলিউডে গিয়ে কেরিয়ার গড়তে চেয়েছিলেন। নিজের ডায়রিতে সেই স্বপ্নের কথা লিখেছিলেন সুশান্ত। সেই স্বপ্ন অধরাই রইল  তাঁর।  কিন্তু ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন ক্যালিফোর্নিয়ার বিধানসভার তরফে প্রয়াত অভিনেতাকে দেওয়া হল সম্মান।  এই সম্মান প্রয়াত অভিনেতাকে দেওয়া হয় সমাজসেবামূলক কাজ ও ভারতীয় সিনেমায়  তাঁর অবদানের জন্য ।

উল্লেখ্য, ২০২০ উইশ লিস্টে ছিল সুশান্তের হলিউডের ছবি করার স্বপ্নের কথা। সূদূর হলিউড থেকেই স্বীকৃতি এল প্রয়াত অভিনেতার জন্য। ভারতের স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়ার বিধানসভার তরফে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হল প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি।

সেই শংসাপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্বেতা লেখেন, “ভারতের স্বাধীনতা দিবসের এই মুহূর্তে ক্যালিফোর্নিয়াতে আমার ভাইয়ের সমাজের প্রতি অবদানকে স্বীকৃতি দেওয়া হল। ক্যালিফোর্নিয়া আমাদের সঙ্গে রয়েছে। আর আপনি ? ধন্যবাদ ক্যালিফোর্নিয়া এই সমর্থনের জন্য।”

এই প্রসঙ্গে শ্বেতা একটি সংবাদ মাধ্যমে বলেন , “এটি সত্যিই দারুণ গর্বের একটা মুহূর্ত । ক্যালিফোর্নিয়ার বিধানসভায় আমার ভাইকে ওঁর সমাজসেবা মূলক কাজ এবং ভারতীয় সিনেমায় ওঁর অবদানের জন্য সম্মান জানানো হল। আমি বিধানসভার সদস্যদের ধন্যবাদ জানাতে চাই এবং অবশ্যই সেখানকার প্রবাসী ভারতীয়দের। যাঁরা শুরু থেকেই এই কঠিন মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়েছেন।”