খানাকুলে খুন বিজেপি নেতা, জাতীয় পতাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ

হুগলির খানাকুলে খুন হলেন এক বিজেপি নেতা।

সূত্রের খবর, জাতীয় পতাকা উত্তোলন নিয়ে উত্তপ্ত হুগলির খানাকুল। হঠাৎই শুরু হয় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপির অভিযোগ, খুন করছে তৃণমূল। তবে এই খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মৃত বিজেপি নেতার নাম সুদর্শন প্রামাণিক। ওই বিজেপি কর্মীর বাড়ি নতিবপুরে।

পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিজেপি নেতার মৃতদেহ সরাতে ‘বাধা’। একই জায়গায় পতাকা উত্তোলন করা নিয়ে উত্তেজনা। মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ বিজেপির। দু’দলের বেশ কিছু কর্মী সমর্থক আহত।

 

Previous articleস্বাধীনতা দিবসে রাজভবনে সন্ধের চা-চক্র সকালেই সারলেন মুখ্যমন্ত্রী
Next articleএলওসি থেকে এলএসি- চ্যালেঞ্জ করলে জবাব পাবে: নাম না করে পাকিস্তান-চিনকে হুঁশিয়ারি মোদির