দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে ভারত-চিন সীমান্ত লাদাখের প্যাংগং টিসো লেকের অববাহিকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে । উত্তোলন করলেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP)-এর জওয়ানরা৷ ১৬ হাজার ফুট উচ্চতায় উড়ল তেরঙ্গা৷
ছত্তীসগড়ে নক্সাল দমনে সাহসিকতার পরিচয় দেওয়ায় এ দিন ITBP-র ৬ জওয়ানকে পুরস্কৃতও করা হয়৷
আইটিবিপি সূত্রে জানানো হয়েছে , চিন সেনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের জন্য ২১ জন জওয়ানকে পুরস্কৃত করা হয়েছে ৷ দুর্গম পাহাড়ি সীমান্তে, প্রচণ্ড প্রতিকূল আবহের মধ্যেও জওয়ানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে চিন সেনার বিরুদ্ধে লড়াই করেছেন ৷
ছবি সৌজন্যে: আইটিবিপি টুইটার