Friday, November 14, 2025

“সীমান্ত রক্ষায় যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের ভুললে চলবে না”, স্বাধীনতা দিবসে বার্তা শুভেন্দুর

Date:

শীত-গ্রীষ্ম-বর্ষ দেশ মাতৃকাকে রক্ষায় যাঁরা নিবেদিত প্রাণ, ভারত মায়ের সুরক্ষায় পরিবার-পরিজন ছেড়ে ৩৬৫ দিন যাঁরা দেশের সীমান্ত রক্ষায় শত্রুর গতিবিধির উপর সজাগ দৃষ্টি রেখে চলেছেন, সেই অকুতোভয় সৈনিকদের কথা কোনওভাবে ভুললে চলবে না। তাঁদের পরিবারের পাশে সকলকে দাঁড়াতে হবে। ৭৪ তম স্বাধীনতা দিবসে এমনই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন স্বাধীনতা দিবস উদযাপনের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী বলেন, “যারা দেশকে রক্ষা করার জন্য বিদেশি শত্রুদের গুলিতে শহিদ হচ্ছেন, স্বাধীনতা দিবসের দিন তাঁদেরকে সর্বাগ্রে স্মরণ করতে হবে। তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। তবেই স্বাধীনতা দিবস স্বার্থকতা লাভ করবে।”

এদিন মন্ত্রী জানান, শহিদ পরিবারের পাশে দাঁড়াতে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের নামে একটি ট্রাস্ট গড়ে তোলা হয়েছে। সেই ট্রাস্টের পক্ষ থেকে গত বছর পুলওয়মার অবন্তিপুরাতে সিআরপিএফের যারা শহিদ হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন বাংলার দুই বীর শহিদ জওয়ান। সেই শহিদ পরিবারের হাতে ১০ লক্ষ টাকা তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে। শুভেন্দু অধিকারী মনে করেন, যাঁরা দেশ রক্ষার লড়াই করে চলেছেন, তাঁদের পাশে থাকলেই আজকের দিনটিকে মর্যাদা দেওয়া যাবে।

প্রসঙ্গত, আজ ৭৪ তন স্বাধীনতা দিবসে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির “স্মৃতিসৌধ”-এ জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর শহিদদের সম্মান জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version