Thursday, August 21, 2025

‘মুক্ত, গণতান্ত্রিক ভারত গঠনের অঙ্গীকার করি’, ১৫ অগাস্টে টুইট-বার্তা প্রণব মুখোপাধ্যায়ের অফিসের

Date:

Share post:

এখনও তিনি ভেন্টিলেশনেই আছেন৷ তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গত সোমবার দিল্লির সেনা হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে ভেন্টিলেটরে তিনি। গত চারদিন চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না । কিন্তু এখন অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এমনটাই সেনা হাসপাতাল সূত্রে খবর। চোখে আলো পড়লে প্রতিক্রিয়াও দিচ্ছেন তিনি, চিকিৎসকরা এই দাবিও করেছেন।

এই পরিস্থিতিতেও শনিবার, স্বাধীনতা দিবসে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অফিসের তরফে স্বাধীনতা দিবস উদযাপনের সাম্প্রতিক কিছু ছবি শেয়ার করেছে৷
একটা ছবি পোস্ট করা হয়েছে, সেই ছবিতে দেখা যাচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি কয়েকজন স্কুলপড়ুয়ার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করছেন৷ ছবি পোস্ট করে তাঁর দফতরের টুইট, “আসুন আমরা একটি মুক্ত, গণতান্ত্রিক ভারত গঠনের অঙ্গীকার করি এবং আশা করি যে প্রণব মুখোপাধ্যায় দেশের এই ধরনের মৌলিক মূল্যবোধকে সম্মান জানানোর অনুষ্ঠানে শীঘ্রই ফিরে আসবেন৷”

ওদিকে শনিবারই বাবার পুরনো কিছু ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের স্মৃতি উসকে দিলেন প্রণব-কন্যা৷ স্বাধীনতা দিবস উদযাপনের পুরনো ছবি টুইট করে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখেছেন, “ছোটবেলায় আমার বাবা এবং কাকা পৈতৃক বাড়িতে প্রতি বছর পতাকা উত্তোলন করতেন। শুধু এবছর তার অন্যথা হল। আশা করব পরের বার বাবা ঠিক স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করবেন।”

এদিকে, সেনা হাসপাতাল সূত্রে বলা হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের পরিস্থিতি অপরিবর্তিত। উনি ভেন্টিলেটর সাপোর্টে ইনটেনসিভ কেয়ার আছেন। তাঁর ভাইটাল প্যারামিটারগুলো স্থিতিশীল।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...