লাদাখে ভারত-চিন সীমান্তে উড়ল তেরঙ্গা পতাকা , বাড়তি মনোবল পেলেন জওয়ানরা

দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে ভারত-চিন সীমান্ত লাদাখের প্যাংগং টিসো লেকের অববাহিকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে । উত্তোলন করলেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP)-এর জওয়ানরা৷ ১৬ হাজার ফুট উচ্চতায় উড়ল তেরঙ্গা৷ শনিবার ITBP-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ওই পতাকা উত্তোলনের সেই ছবি ছবি ও ভিডিও ট্যুইট করা হয়েছে৷ পতাকা উত্তোলনের সঙ্গে জওয়ানদের গলায় ছিল দেশাত্মবোধক গান৷
ছত্তীসগড়ে নক্সাল দমনে সাহসিকতার পরিচয় দেওয়ায় এ দিন ITBP-র ৬ জওয়ানকে পুরস্কৃতও করা হয়৷
আইটিবিপি সূত্রে জানানো হয়েছে , চিন সেনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের জন্য ২১ জন জওয়ানকে পুরস্কৃত করা হয়েছে ৷ দুর্গম পাহাড়ি সীমান্তে, প্রচণ্ড প্রতিকূল আবহের মধ্যেও জওয়ানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে চিন সেনার বিরুদ্ধে লড়াই করেছেন ৷প্রসঙ্গত, ৯০ হাজার ITBP জওয়ান ৩ হাজার ৪৮৮ কিমি দীর্ঘ ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পাহারা দিচ্ছেন৷ লদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচলপ্রদেশের জাচেপ লা পর্যন্ত তারা অন্ধ্র প্রহরীর মতো দিনরাত দেশের সীমানা রক্ষা করে চলেছেন ৷ আজ ১৫ অগস্ট দেশের ৭৪তম।স্বাধীনতা দিবসে তেরঙ্গা পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে জওয়ানরা বাড়তি মনোবল পেলেন বলে মত বিশেষজ্ঞদের ।

ছবি সৌজন্যে: আইটিবিপি  টুইটার 

Previous article“সীমান্ত রক্ষায় যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের ভুললে চলবে না”, স্বাধীনতা দিবসে বার্তা শুভেন্দুর
Next article‘মুক্ত, গণতান্ত্রিক ভারত গঠনের অঙ্গীকার করি’, ১৫ অগাস্টে টুইট-বার্তা প্রণব মুখোপাধ্যায়ের অফিসের