জম্মু-কাশ্মীরে বরফে ঢাকা পর্বতশৃঙ্গে ভারতীয় জওয়ানরা পতাকা উত্তোলন করলেন।
মহামারির জেরে অনেকাংশেই কাটছাঁট করা হয়েছে ৭৪ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান । সামাজিক দূরত্ব বজায় রেখেই পালিত হয়েছে বিশেষ দিনটি। আর আজকের জাতীয় পতাকা উত্তোলনের অন্যতম সুন্দর ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Watch: Indian Soldiers Raise The Flag In J&K’s Gurez. Cue Goosebumps@ndtv
pic.twitter.com/0ysI5Wg1ha— waddey (ވައްޑެ) 🎈 (@WaddeyAli) August 15, 2020
পর্বতের গায়ে কয়েক হাজার ফুট উচ্চতায় দুধসাদা বরফের মাঝে তেরঙ্গা পতাকার সঙ্গে জাতীয় সঙ্গীত । সবমিলিয়ে এক অপরূপ দৃশ্য !
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণ রেখায় প্রায় ১২,৫০০ থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় এদিন পতাকা উত্তোলন করে ভারতীয় সেনা।
#WATCH Beating retreat ceremony at the Attari-Wagah border on #IndependenceDay. pic.twitter.com/CLraI63bDo
— ANI (@ANI) August 15, 2020
পতাকা উত্তোলনের পর উপস্থিত জওয়ানরা মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।