ধোনির অবসরে কী বললেন তাঁর প্রথম কোচ কেশব ব্যানার্জি?

না, আমি ভেঙে পড়িনি, হতাশও নই। এটা অবশ্যম্ভাবী ছিল। ধোনির বয়স প্রায় ৪০। এই বয়স নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একটু অসুবিধারই। আর এটা ধোনির থেকে অন্য কেউ বেশি জানে না। তাই ধোনি তার নিজস্ব স্টাইলেই অবসর নিল। পরিষ্কার জানিয়ে দি, ও কিন্তু আমার সঙ্গে কোনও আলোচনা করেনি।

তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো, ধোনির জায়গা স্থায়ীভাবে কেউ নিতে পারেনি। ঋদ্ধিমান সেরা। কিন্তু ওকে না খেলিয়ে ওর কনফডেন্স নষ্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু ধোনির চেয়ে ভাল কিপিং করতেই পারে। কিন্তু ওই ব্যাটিং আর ক্রিকেট মস্তিষ্ক কোথায় পাবেন? আজ শুধু মনে পড়ছে ওই দিনটার কথা, যেদিন ও ফুটবল মাঠে প্র‍্যাকটিশ করছিল। আর ওকে দেখে আমার মনে হলো ও ভাল কিপিং করতে পারবে। ডেকে নিলাম। তারপরের ঘটনা ইতিহাস।