Wednesday, November 5, 2025

মুজিব হত্যা: আজ বাংলাদেশে জাতীয় শোক দিবস

Date:

Share post:

বাঙালি ও বাংলাদেশের শোকের দিন আজ। ১৯৭৫-এর ১৫ অগাস্ট ওপার বাংলার বাঙালিরা হারিয়েছিল জাতির গর্ব, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুদের প্ররোচনায় ঘৃণ্য ঘাতকরা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে এই দিনটিতেই বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বৃষ্টিস্নাত শ্রাবণের এই দিনটি তাই আপামর বাঙালির কাছেই এক শোকের দিন।

সদ্য স্বাধীন বাংলাদেশের কিছু বিশ্বাসঘাতক রাজনীতিক ও সেনাবাহিনীর একদল বিপথগামী কুচক্রীর মিলিত ষড়যন্ত্রে নিজের বাসভবনে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুলেটের নির্মম আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গেই সেদিন প্রাণ হারান তাঁর স্ত্রী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও ১০ বছরের শিশুপুত্র শেখ রাসেল। এছাড়া নিহত হন দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল। ইতিহাসের এই বর্বরোচিত হত্যাকাণ্ডে সেদিন প্রাণ দিয়েছিলেন বঙ্গবন্ধুর ভাগনে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ আরও অনেকে। ১৫ অগাস্ট তাই বাংলাদেশের জনগণের কাছে বেদনাবিধুর, বিভীষিকাময় ও কলঙ্কিত ইতিহাসের এক দিন। এটি জাতীয় শোকের দিন। শুধু তাই নয়, গোটা অগাস্ট মাসটিই বাংলাদেশের মানুষের কাছে কার্যত শোকের মাসে পরিণত হয়েছে আজকের এই দিনটির জন্য। ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হলেও ঘটনাচক্রে সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান তাঁর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, মহান স্বাধীনতার রূপকার। আসুন জাতীয় শোক দিবসে আমরা শোককে দেশ গড়ার শক্তিতে পরিণত করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতার সুযোগ্য নেতৃত্বে আমরা পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীন হয়েছি। তাঁর ত্যাগ, তিতিক্ষা ও আত্মবলিদান ব্যর্থ হবে না। আসুন, এই দিনে আমরা অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকার করি।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...