আত্মনির্ভর ভারত: লালকেল্লায় ভাষণে ‘মেক ইন ইন্ডিয়া’র সঙ্গে ‘মেক ফর ওয়ার্ল্ড’ জুড়লেন মোদি

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণেও আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবস থেকেই ১৩০ কোটি ভারতীয়ের মন্ত্র হয়ে উঠুক ‘আত্মনির্ভর ভারত’- আহ্বান প্রধানমন্ত্রীর। সারা দেশের সামনে ফের তিনি ‘ভোকাল ফর লোকাল’-এর পক্ষে সওয়াল করেন। এর পাশাপাশি, তাঁর মেক ইন ইন্ডিয়া স্লোগানের সঙ্গে জুড়ে দেন ‘মেক ফর ওয়ার্ল্ড’ স্লোগানও।

প্রধানমন্ত্রীর মতে, প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন আত্মনির্ভর ভারত গড়ে তোলা। তিনি বলেন, করোনা পরিস্থিতিতেও ১৩০ কোটি ভারতীয় আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। ভারতকে এবার সেই সব জিনিস তৈরি করতে হবে যা দেশবাসী ব্যবহার করে। শুধু তাই নয়, সারা বিশ্বে তা রফতানিও করা হবে।
লাল কেল্লা থেকে এই নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে টানা সাতবার স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন নরেন্দ্র মোদি।

Previous articleজেলের সেল ওয়ার্ডের সেই স্বাধীনতা দিবস, কুণাল ঘোষের কলম
Next articleমুজিব হত্যা: আজ বাংলাদেশে জাতীয় শোক দিবস