Thursday, August 21, 2025

বাঙালি ও বাংলাদেশের শোকের দিন আজ। ১৯৭৫-এর ১৫ অগাস্ট ওপার বাংলার বাঙালিরা হারিয়েছিল জাতির গর্ব, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুদের প্ররোচনায় ঘৃণ্য ঘাতকরা ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে এই দিনটিতেই বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বৃষ্টিস্নাত শ্রাবণের এই দিনটি তাই আপামর বাঙালির কাছেই এক শোকের দিন।

সদ্য স্বাধীন বাংলাদেশের কিছু বিশ্বাসঘাতক রাজনীতিক ও সেনাবাহিনীর একদল বিপথগামী কুচক্রীর মিলিত ষড়যন্ত্রে নিজের বাসভবনে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুলেটের নির্মম আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গেই সেদিন প্রাণ হারান তাঁর স্ত্রী বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, সেনা কর্মকর্তা শেখ জামাল ও ১০ বছরের শিশুপুত্র শেখ রাসেল। এছাড়া নিহত হন দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল। ইতিহাসের এই বর্বরোচিত হত্যাকাণ্ডে সেদিন প্রাণ দিয়েছিলেন বঙ্গবন্ধুর ভাগনে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ আরও অনেকে। ১৫ অগাস্ট তাই বাংলাদেশের জনগণের কাছে বেদনাবিধুর, বিভীষিকাময় ও কলঙ্কিত ইতিহাসের এক দিন। এটি জাতীয় শোকের দিন। শুধু তাই নয়, গোটা অগাস্ট মাসটিই বাংলাদেশের মানুষের কাছে কার্যত শোকের মাসে পরিণত হয়েছে আজকের এই দিনটির জন্য। ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হলেও ঘটনাচক্রে সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান তাঁর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, মহান স্বাধীনতার রূপকার। আসুন জাতীয় শোক দিবসে আমরা শোককে দেশ গড়ার শক্তিতে পরিণত করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতার সুযোগ্য নেতৃত্বে আমরা পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীন হয়েছি। তাঁর ত্যাগ, তিতিক্ষা ও আত্মবলিদান ব্যর্থ হবে না। আসুন, এই দিনে আমরা অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকার করি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version