Thursday, August 21, 2025

এবার অফিসিয়্যালি বিয়ের পর্বটা সেরে ফেললেন গুগলি খ্যাত পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় এবং বাঙালির প্রিয় মৌরি মানে অভিনেত্রী মানালি দে। শনিবার স্বাধীনতা দিবসের দিনই আইনি মতে বিয়ে সারলেন এই জুটি, সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করেছেন। সঙ্গে রেজিস্ট্রি বিয়ের ছবিও ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন মানালি ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। তাঁর সঙ্গেই এবার আইনি বিয়েটা সেরেই ফেললেন তিনি।

শনিবার সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁদের দু’জনের হাতেই কালি, যা দেখে বোঝা যাচ্ছে রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন। মানালির পরণে ছিল লাল রঙের সালোয়ার, কানে দুল।.. বিয়ের সাজ বলতে ছিল এই। অভিমন্যু পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি।

শুধুমাত্র পরিবারের লোকজনকেই নিয়েই বিয়ে সারলেন তাঁরা। ছিলেন মানালির বাবা-দাদু এবং অভিমন্যুর বাবা। অভিমন্যুর মা মুম্বাইতে রয়েছেন। বর্তমান পরিস্থিতির কারণে তিনি কলকাতায় পৌঁছতে পারেননি। মানালি জানিয়েছেন, অভিমন্যুর বাড়িতেই রেজিস্ট্রি হয়েছে। অভিমন্যুর মা ফিরলে বড় করে সেলিব্রেশন হবে বলে জানিয়েছেন তিনি।


অভিমন্যুর ইন্ডাস্ট্রি সূত্রেই মানালির সঙ্গে আলাপ হয়। বন্ধুত্ব থেকে প্রেম। সেখান থেকেই বিয়ে। এদিন ফেসবুকে মজা করে অভিমন্যু লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে পরাধীনতার ছোঁয়া, আইনত স্বীকৃত তবে মিস করছি মা আর দাদাকে’। ২০১২ সালে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। অন্যদিকে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিমন্যু। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্তেই ভেঙেছিল দুজনের দাম্পত্য জীবন। তবে সেইসব এখন অতীত। এবার নতুন সংসার পাততে চলেছেন মানালি-অভিমন্যু।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version