Thursday, November 6, 2025

MSD-7: ধোনির মিথ হওয়া ৭ নম্বর জার্সিকেও চির অবসরে পাঠানোর আর্জি কার্তিকের

Date:

দেশকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন। তাঁর নেতৃত্বেই আইসিসি’র সমস্ত বড় টুর্নামেন্ট জিতেছে টিম ইন্ডিয়া। সাফল্যের নিরিখে তিনি এখনও পর্যন্ত ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। “মেন ইন ব্লু”-দের সেই “ক্যাপ্টেন কুল” আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানানোর পর ভারতীয় ক্রিকেটের একটি সুবর্ণ যুগের অবসান ঘটলো, তা বলার অপেক্ষা রাখে না।

শচীন থেকে সৌরভ, গাভাস্কার থেকে কোহলি, আইসিসি থেকে বিসিসিআই কিংবা ধোনির ছোটবেলার কোচ থেকে দেশ-বিদেশে তাঁর লাখো ভক্ত, সকলেরই মন খারাপ। মাহির অবসরে সকলেই আবেগপ্রবণ।

আসলে ধোনি শুধু একজন সফল ক্রিকেটার বা অধিনায়কই নন, তিনি আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণাও বটে। জাতীয় দলে তাঁর ৭ নম্বর নীল জার্সি ভারতীয় ক্রিকেটে মিথ হয়ে গিয়েছে। যেমনটা বিশ্ববরেণ্য ফুটবলার রোনাল্ডোর ক্ষেত্রেও ঘটেছে। জার্সির নম্বরের জন্যই পর্তুগিজ তারকার নিক-নেম ফুটবল দুনিয়ায় CR-7। মাহির সঙ্গেও জুড়ে গিয়েছে তাঁর জার্সি নম্বর MSD-7. এর আগে ঠিক যেমন হয়েছিল কিংবদন্তি শচীন তেন্ডুলকরের সঙ্গে। ক্রিকেট ভগবানের নামের সমার্থক হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের ১০ নম্বর জার্সি “TEN-DULKAR”.

তাই ধোনির অগণিত ভক্তদের পাশাপাশি একদা ভারতীয় দলে তাঁর সতীর্থ উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক ধোনির এই ৭নম্বর জার্সিকে সোনালী ইতিহাসের সাক্ষী করে রাখতে চান। কার্তিকের আবেদন, ধোনির মতই যেন চিরতরে অবসর নেয় তাঁর ৭ নম্বর জার্সি। মাহির এই জার্সি নম্বরকে সম্মান দিয়ে বিসিসিআই যেন ৭ নম্বর জার্সিটাকে আর কোনও ক্রিকেটারের ব্যবহারের জন্য না দেয়, তেমনি আর্জি করেছেন দীনেশ কার্তিক।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version