Breaking: ISL ঘোষিত, স্বাগত জানানো হল মোহনবাগানকে

অবশেষে আইএসএলের প্রেস রিলিজ।

১০টি দল খেলছে।
নীতা আম্বানিদের বক্তব্যে, কলকাতার ” শক্তিকেন্দ্র” এটিকে মোহনবাগান এবং নবকলেবরের মুম্বাই সিটির কথা আলাদা করে বলা হয়েছে।

এই ঘোষণার পর ইস্টবেঙ্গল আনুষ্ঠানিকভাবেই এই সেরা টুর্নামেন্ট থেকে দূরে থেকে গেল।

খেলা হবে গোয়াতে। তিনটি রুদ্ধদ্বার স্টেডিয়ামে। টিভিতে দর্শকসংখ্যা রেকর্ড গড়বে বলে আশা। আই এস এল এখন ওয়ার্ল্ড লিগ ফোরামের সদস্য হওয়ায় এর উচ্চতা আরও বেড়ে গিয়েছে। এবার প্রতিটি ক্লাবকে আলাদা প্র্যাকটিস মাঠ দেওয়া হবে।

Previous articleবিপ্লবী ক্ষুদিরাম বসু অপরাধীদের তালিকায়, ক্ষমা চাইল জিফাইভ
Next articleচেতন চৌহান করোনায় প্রয়াত