Friday, December 19, 2025

সেতু ভাঙা নিয়ে রাজ্য সরকারের কড়া মনোভাব, শাস্তির খাঁড়া নামবে ইঞ্জিনিয়ারের ওপরই

Date:

Share post:

কোনও সেতু ভেঙে পড়লে এবার থেকে নেমে আসবে শাস্তির খাঁড়া ।
রাজ্য পূর্ত দফতর ইঞ্জিনিয়ারদের এই মর্মে লিখিত নির্দেশ জারি করেছে । তৃণমূল স্তরের সমস্ত ইঞ্জিনিয়ারকে লিখছি নির্দেশে বলা হয়েছে, ছোট বা বড় যে কোনও ধরনের সেতু রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এর পরেও কোনও অঘটন ঘটলে, তার দায় সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের ওপরই বর্তাবে। নবান্ন থেকে এমন ফরমান পেয়ে দফতরের ইঞ্জিনিয়ারদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, রাজ্যে এখন প্রায় ১৬০০ ছোট-বড় সেতুর এক তৃতীয়াংশের কোনও না কোনও মেরামতি প্রয়োজন।
পূর্ত দফতরের খবর, দিন দুই আগে জানা গিয়েছে, মাঝেরহাট সেতু ভাঙার পরে রাজ্য সরকার সেতুর-স্বাস্থ্য নিয়ে রীতিমতো চিন্তিত। ছ’টি বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করে রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরিদর্শনের কাজও শেষ পর্যায়ে । সেতুগুলি পরিদর্শনের পর যে রিপোর্ট দেওয়া হয়েছে তার ভিত্তিতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ারদের মাঠে নেমে সেতু সারাইয়ের কাজ করতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ।
বর্ষার সময়ে সেতু ভেঙে বিপত্তি যাতে না বাড়ে, সেই কারণেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে । জোনাল চিফ ইঞ্জিনিয়ারদের সেতু সারাই সংক্রান্ত নথি ‘লাল মার্কা’ ফাইলে পাঠাতে হবে। যাতে কোনও ভাবেই সিদ্ধান্ত গ্রহণ বা অর্থ মঞ্জুর করতে দেরি না হয়।
ঘটনার সূত্রপাত গত ২৮ জুলাই। জলপাইগুড়ির বাগড়াকোটের কাছে জুরান্তি সেতু ভেঙে পড়ে।   একটি লরি সেতুর ভাঙা অংশে ঢুকে পড়েছিল। ওই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতু ভাঙার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে তিন দিনের মধ্যে তার রিপোর্ট চান। কেন সেতু ভাঙল এবং দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ভূমিকা সে ক্ষেত্রে কী ছিল, তা-ও জানাতে বলেন মুখ্যমন্ত্রী।
পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে , মুখ্যমন্ত্রী মাঝেরহাট এবং পোস্তা বিবেকানন্দ সেতুর ভেঙে পড়ার বিষয়েও দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন। সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে সেতু ভাঙা নিয়ে রাজ্য সরকারের এই কড়া মনোভাবে রীতিমতো শঙ্কিত ইঞ্জিনিয়াররা।

spot_img

Related articles

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...