এবার রাজভবন থেকে ফাইল লোপাটের অভিযোগ রাজ্যপালের!

আবার রাজ্যপাল! স্বাধীনতা দিবসের সান্ধ্য অনুষ্ঠানে রাজভবনে থাকতে না পারার কারণে গতকাল সন্ধেতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন জগদীপ ধনকড়। তার ১২ ঘন্টা পেরতে না পেরতেই এবার রাজভবনে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করলেন, রাজভবনের উপর নজরদারি চালানো হচ্ছে। চালাচ্ছে সরকার। বিস্ময়ের হলো রাজভবনের গুরুত্বপূর্ণ ফাইল বাইরে চলে যাচ্ছে। সেই রিপোর্টও আমার কাছে এসেছে। আমি তদন্তের নির্দেশ দিয়েছি। যা ঘটছে তা সুস্থ গণতন্ত্রের ক্ষেত্রে ক্ষতিকারক। পাল্টা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, রাজ্যপাল সবেতেই রাজ্য সরকারের ভূত দেখছেন। ওনার মানসিক শান্তি আসুক, প্রার্থনা করি।

Previous articleশ্মশান ঘাট তৈরি রুখতে তুফানগঞ্জে বিক্ষোভ
Next articleঅন্য দুর্গা : অভাবকে হারিয়ে মাধ্যমিকের কৃতি ছাত্রী পুজোর ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’!