সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিং-এ অগ্নিকাণ্ড। সোমবার সকালে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। জানা গিয়েছে, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার সকালে আগুন লাগে দিল্লির সংসদের অ্যানেক্স বিল্ডিং-এর ৬ তলায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে জানা যাচ্ছে।
