Sunday, August 24, 2025

করোনা ভ্যাকসিন তৈরি তাঁদের কাছে অনেক সহজ! রাশিয়া শোনাল সাফল্যের কথা

Date:

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে কোভিডে আক্রান্তের সংখ্যা ২১,৮২৮,৯৯৭। মৃতের সংখ্যা ৭,৭৩,১২২। তবে সুস্থ হয়ে ওঠার সংখ্যা মৃত্যুর সংখ্যা থেকে অনেকটাই বেশি। সারা বিশ্বে এই সংক্রমণের হাত থেকে সুস্থ হয়েছেন ১৪,৫৬৫,২৫১ জন।

আক্রান্তের সংখ্যা ২ কোটি পেরিয়ে যাওয়ার পরে খানিকটা হলেও আশার আলো দেখিয়েছে রাশিয়া। তবে সন্দেহের বাঁকা চোখেও দেখা হচ্ছে রাশিয়াকে। গত বৃহস্পতিবার অনুমোদনের বার্তা ঘোষণার পর ভ্যাকসিন উৎপাদনও শুরু করেছে পুতিনের দেশ। আর তাতেই সমালোচকরা বলছেন, তথ্য প্রকাশ্যে নেই। প্রশ্ন থাকছে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে।

তবে কীভাবে এত সহজে রাশিয়া প্রতিষেধক আবিষ্কার করতে পারল? উঠছে প্রশ্ন

রাশিয়ার জবাব, এর পিছনে ছ’বছরের কঠোর পরিশ্রম রয়েছে। ইবোলা এবং মিডল ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোমের প্রতিষেধক গবেষণাই তাদের কার্যসিদ্ধি সহজ করে দিয়েছে। রাশিয়ার দাবি, করোনার সঙ্গে এই মিডল ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোমের বহু মিল রয়েছে। আর সেই কারণেই মারণ ভাইরাস করোনার প্রতিষেধক তৈরি করা তাঁদের কাছে তুলনামূলকভাবে অনেক সহজ হয়েছে।

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রনায়কের প্রশাসন জানাচ্ছে, ইবোলার সঙ্গে লড়াইটাও কীভাবে তাদের পথ মসৃণ করে দিয়েছে। তাদের দাবি, স্পুটনিক-ফাইভ তৈরিতে অ্যাডিনো ভাইরাসের সঙ্গে অন্য প্রয়োজনীয় প্রোটিন মিশিয়েই এই ভ্যাকসিন তৈরি সম্ভব হয়েছে।

এছাড়াও ভ্যাকসিন সম্পর্কিত নানান তথ্য দিতে একটি ওয়েব সাইটও প্রকাশ করেছে পুতিন প্রশাসন। https://sputnikvaccine.com/

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...
Exit mobile version