ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন ব্যাপক বৃষ্টির পূর্বাভাস

ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, যার জেরে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জন্য রাজ্যে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তারই জেরে মঙ্গলবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায় তুমুল বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, এই ঘূর্ণাবর্ত আগামী দু’দিন নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে ছিল। এবার তা দক্ষিণবঙ্গে প্রভাব বাড়াচ্ছে। দক্ষিণবঙ্গে বর্ষাকালেও তুলনামূলকভাবে বৃষ্টির বেশকিছুটা ঘাটতি ছিল। কিন্তু এই নিম্নচাপের জেরে এবার তা পূরণ হয়ে যেতে পারে।

ভারী বৃষ্টির আশঙ্কা করে ইতিমধ্যেই কয়েকটি জেলায় সর্তকতা জারি করা হয়েছে। বিশেষ করে সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ বেশি থাকার ফলে মৎস্যজীবীদের ২০ অগাস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Previous articleফের হাওড়ায় বিজেপি শিবিরে বড়সড় ভাঙন, দলে দলে যোগ তৃণমূলে
Next articleদোকান থেকে জিনিস কেনার পর ভাইরাসে আক্রান্ত হলেই ক্যাশব্যাক!