দোকান থেকে জিনিস কেনার পর ভাইরাসে আক্রান্ত হলেই ক্যাশব্যাক!

এসি থেকে টিভি, ফ্রিজ থেকে ওয়াশিং মেশিন কেনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহক ভাইরাসে আক্রান্ত হলে ৫০ হাজার টাকা পর্যন্ত মিলবে ক্যাশব্যাক। লকডাউনের পর এমন বিজ্ঞাপন দিয়ে বিপাকে দোকানের মালিক। খবর সামনে আসতেই কড়া অবস্থান নিয়েছে কেরল সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে ওই দোকান।

ঘটনা কী?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আগে কেরলের কোট্টায়াম জেলার একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান বিশেষ অফার দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে বলা হয়েছিল, ১৫ থেকে ৩০ অগাস্টের মধ্যে যে কোনও ইলেকট্রনিক সামগ্রী কেনার পর সংশ্লিষ্ট গ্রাহক যদি ২৪ ঘণ্টার মধ্যে ভাইরাসে আক্রান্ত হন, ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

এরপরই বিতর্কিত বিজ্ঞাপনটির বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে চিঠি লেখেন কোট্টায়ামের পালা পুরসভা এলাকার কাউন্সিলর বিনু পুলিকাক্কান্দাম। নড়েচড়ে বসে প্রশাসন। কেরল পুলিশ ওই দোকান বন্ধ করে দেয়। শুধুমাত্র বিক্রি বাড়াতে এই ধরনের বিজ্ঞাপনের সমালোচনা করেছেন অনেকেই। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Previous articleফের সক্রিয় ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন ব্যাপক বৃষ্টির পূর্বাভাস
Next articleব্রেকফাস্ট নিউজ