ভারতীয় জীবন বিমার বিশেষ পলিসির হাত ধরে ভবিষ্যৎ হবে সুরক্ষিত। শুধু তাই নয়, অবসরের পর মিলবে পেনশন। এই পলিসির নাম জীবন শান্তি। ৫০ বছর বয়সী কোনও ব্যক্তি ১০.১৮ লক্ষ টাকা ইনভেস্ট করলে ৬৫,৬০০ টাকা পেনশন পাবেন। তবে তার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।

এটি নন লিঙ্কড প্ল্যান বলে জানিয়েছে এলআইসি। মাত্র একবারই প্রিমিয়াম দিতে হবে। অনলাইনেও পলিসি কেনা যাবে। জয়েন্ট লাইফ অপশনে যে কোনও ব্যক্তির নাম নথিভুক্ত করা যাবে। এই পলিসির মাধ্যমে লোন পাওয়া যাবে। তিন মাস পরে যেকোনো সময় সারেন্ডার করা যাবে। তৎক্ষণাৎ বা ১ থেকে ২৯ বছরের মধ্যে পেনশন নেওয়ার সুযোগ আছে। ৫ থেকে ২০ বছরের মধ্যে পেনশনের রেট ৯.১৮ শতাংশ থেকে ১৯.২৩ শতাংশ।