ই-কমার্স ব্যবসায় ঝোঁক রিলায়েন্সের, আরবান ল্যাডার ও মিল্কবাস্কেট কেনার পরিকল্পনা

এবার ই-কমার্স ব্যবসার দিকে নজর দিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সূত্রের খবর, ফার্নিচার রিটেলার আরবান ল্যাডার এবং দুধ ডেলিভেরি ফার্ম মিল্কবাস্কেট কেনার পরিকল্পনা করছে সংস্থা।

জানা গিয়েছে, আরবান ল্যাডারের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা শুরু হয়েছে। ওই সংস্থার সঙ্গে ৩০ মিলিয়ন ডলারের চুক্তি হতে পারে। যদিও এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি রিলায়েন্সের প্রতিনিধি। অনলাইনে মুদিখানার জিনিস বিক্রির জন্য মে মাস থেকে জিও মার্ট চালু করেছেন মুকেশ অম্বানি। তাতে কপালে ভাঁজ পড়েছে অ্যামাজন, ফ্লিপকার্টের।

Previous articleমহামারির আবহে জীবিকাচ্যুত আইনজীবী এবং ল ক্লার্কদের সাহায্যের দাবিতে বিক্ষোভ
Next articleআগামী বইমেলা চূড়ান্ত অনিশ্চিত, অনলাইন ব্যবস্থা নিয়ে ভাবনা চলছে