এসএসসি: কোর্ট ছাড়পত্র দিলেই নিয়োগের পথে রাজ্য

এসএসসি নিয়োগ নিয়ে রাজ্য সরকার এখন হাইকোর্টের দিকে তাকিয়ে। তাঁরা প্যানেলে সবুজ সঙ্কেত দিলেই নিয়োগ শুরু করতে শিক্ষামন্ত্রী প্রস্তুত।
মঙ্গলবার এক ফেস বুক পোস্টে কর্মপ্রার্থীদের জন্য এই আশার কথা শুনিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

পোস্টে তিনি লিখেছেন- “এসএসসি নিয়োগ প্রসঙ্গে

এসএসসি আপার প্রাইমারি নিয়োগের বিষয়ে রাজ্য সরকার যথাযথ সক্রিয়তা দেখাচ্ছে। বিষয়টি আপাতত কলকাতা হাইকোর্টের অধীনে।

মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন, নিয়োগের প্যানেল আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত অনুমোদন দিলেই সঙ্গে সঙ্গে শিক্ষা দপ্তর নিয়োগ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপে প্রস্তুত। বিষয়টির দ্রুত ফয়সালার জন্য কর্তৃপক্ষের তরফে আদালতে অনুরোধ করা হয়েছে।

শিক্ষক ও আনুষঙ্গিক নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় এবং শিক্ষকদের আন্তঃজেলা বদলির বিষয়টিতে শিক্ষা দপ্তর নজর রেখেছেন। চলতি প্রতিকূল পরিস্থিতিতেও প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যা জানানোর জানাবেন।

শিক্ষক ও এই সংক্রান্ত কর্মপ্রার্থীদের প্রতি যথাযথ দায়িত্বপালনে সরকার 2011 সাল থেকেই বদ্ধপরিকর।”

 

Previous articleএকুশের পুজোয় টানা ১৫ দিন ছুটি সরকারি কর্মীদের
Next articleকোচবিহারের করোনা পরিস্থিতি যথেষ্ট আশাজনক: মত জেলা প্রশাসনের