আসতে বাধা, কলকাতা থেকে বিমানে যাওয়া যাবে ৬ শহরে

দেশের ৬ শহর থেকে কলকাতায় বিমান আসতে না পারলেও, বিমান যাওয়ায় আপত্তি নেই রাজ্য সরকারের। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই, আহমেদাবাদ- এই ৬ শহর থেকে বিমান আসায় আপত্তি রয়েছে রাজ্যের। কিন্তু শুধুমাত্র বিমান যাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার থেকেই এই নির্দেশ লাগু হয়েছে।

ভাইরাস সংক্রমণ রুখতে দেশের ছ’টি শহর থেকে প্রথমে কলকাতায় বিমান ওঠা-নামায় আপত্তি জানায় রাজ্য সরকার। আর্জি জানানো হয় কেন্দ্রীয় সরকারকে। রাজ্যের আর্জি মেনে ৬ -১৯ জুলাই ওই ৬ শহরের উড়ান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে ৩১ জুলাই পর্যন্ত তা ধাপে ধাপে বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়। এবং সেটা হয় রাজ্যের সব বিমানবন্দরগুলির জন্যই। এ বার ওই নিষধাজ্ঞা আংশিক শিথিল করে ছয় শহরে কলকাতা থেকে যাওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্র।

Previous articleআগামী বইমেলা চূড়ান্ত অনিশ্চিত, অনলাইন ব্যবস্থা নিয়ে ভাবনা চলছে
Next articleনতুন কেউ নন, তিন পুরোনো নেতার একজন হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি