Thursday, August 21, 2025

মহামারি পরিস্থিতিতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম কিনেছে রাজ্য সরকার। তবে আপৎকালীন পরিস্থিতিতে আর্থিক নিয়ম মেনে এই জিনিস কেনা সম্ভব হয়নি। দরপত্র বিধি শিথিল করেছে রাজ্যের অর্থ দফতর। আর এই সুযোগে সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগ উঠছে। খোদ মুখ্যমন্ত্রীর কাছে এমন অভিযোগ জমা পড়েছে। তাই এবার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে আরও রয়েছেন অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। গত ৫ মাসে সংক্রমণ মোকাবিলায় যে সরঞ্জাম কেনা হয়েছে, তা নিয়মে হয়েছে কি না খতিয়ে দেখবে কমিটি। এরপর মুখ্যসচিবের কাছে রিপোর্ট পেশ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।

অর্থ দফতর সূত্রে খবর, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, স্যানিটাইজার, মাস্ক, পিপিই, ভেন্টিলেটর, অক্সিজেন কেনা, সেফ হোম তৈরির পরিকাঠামো, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ, নমুনা পরীক্ষার খাতে প্রায় আড়াই হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে রাজ্য।

মুখ্যসচিব জানিয়েছিলেন, মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন এবং তন্তুজের মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম কেনা। কিছু সামগ্রী স্বাস্থ্য ভবন থেকেও কেনা হয়েছে। জানা গিয়েছে, কেনাকাটা সংক্রান্ত অনিয়ম এবং বেশ কিছু সংস্থার কাছ থেকে সরঞ্জাম কেনার অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্য সচিবের কাছে ছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই কমিটি তৈরি করে তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version