Thursday, December 4, 2025

মালিতে সেনা অভ্যুত্থান, বিদ্রোহীদের হাতে বন্দি হয়ে পদত্যাগের ঘোষণা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর

Date:

Share post:

পশ্চিম আফ্রিকার মালিতে সেনা অভ্যুত্থানের জেরে ভেঙে গেল নির্বাচিত সরকার। বিদ্রোহী সেনাদের হাতে বন্দি হয়ে পদত্যাগের ঘোষণা করেছেন সেদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। অভ্যুত্থানের পর আফ্রিকার মালিতে এখন অরাজকতা চরমে। এই সেনা অভ্যুত্থানের নিন্দা করেছে আফ্রিকা ও ইউরোপের বহু দেশ। নির্বাচিত প্রেসিডেন্টকে সরাতে অভ্যুত্থান ও বন্দি করার তীব্র সমালোচনা করে ফ্রান্স বলেছে, শান্তি ফেরাতে তারা মধ্যস্থতা করতে রাজি।

অভ্যুত্থানের আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। গত কয়েক মাস ধরেই দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থা ও বিভিন্ন গোষ্ঠী সংঘর্ষে জনরোষ বাড়ছিল। সেনাবাহিনী ও সরকারের মধ্যে মতভেদও চরমে ওঠে। সেনাবাহিনীর বেতন- ভাতা নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের পাশাপাশি জেহাদিরাও চাইছিল সরকারকে সরাতে। বিদ্রোহী সেনারা রাজধানীতে প্রেসিডেন্টের বাসভবনের সামনে ট্যাঙ্ক নিয়ে হাজির হয়। এরপরই রক্তপাত এড়াতে পদত্যাগের ঘোষণা করেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। সেই সঙ্গে মালির পার্লামেন্টও ভেঙে দেওয়া হয়েছে। মালির জাতীয় টেলিভিশন অভ্যুত্থান ও সরকার ভাঙার তথ্য নিশ্চিত করেছে। ২০১৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন কেইতা। তবে মালিতে দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থা এবং সাম্প্রদায়িক সংঘর্ষের কারণে জনরোষের মুখে পড়েন তিনি । বিদ্রোহী সেনারা মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসেকে রাজধানীর সেনা ছাউনিতে আটকে রেখেছে।

spot_img

Related articles

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল, ফাইনালের আগে চিন্তা বাড়ালেন অস্কার

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল(East Bengal)।   গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল...

পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে।...

“এখনও নিজের নাম তালিকায় তুলিনি”! এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাজুড়ে SIR-এর কাজ চলছে। এনুমারেশন ফর্ম বিতরণ শেষ। এবার শুরু হয়েছে সার্ভারে আপলোডের কাজ। একদিকে প্রথম থেকেই কাজের...

সহ্য় হয় না নিজের থেকে সুন্দরদের! হরিয়ানার তরুণীর রোষের শিকার সন্তান-সহ ৪ শিশু

বিয়ে বাড়ির ভিতরেই ৬ বছরের ভাইঝিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে৷ হরিয়ানার (Haryana) পানিপথের ঘটনার তদন্তে নেমে...