Thursday, November 6, 2025

সুপ্রিম রায় বিরুদ্ধে গেলেই বোর্ড সভাপতির পদ ছাড়বেন সৌরভ

Date:

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত মামলা এখনও ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। তবে রায় যাই হোক, দেশের শীর্ষ আদালতের নির্দেশের বিরুদ্ধে কোনও রকম চ্যালেঞ্জ করতে রাজি নন সৌরভ। আদালতে রায় যদি বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছেড়ে দেবেন বলেই জানালেন তিনি।

একটি সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, “আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি। দেখা যাক কী রায় হয়। যদি আদালত সরে যেতে বলে, সেক্ষেত্রে সেদিনই বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে। প্রত্যেকেরই আদালতে আবেদন করার সুযোগ রয়েছে। আমরা ভুল হতে পারি, ঠিক হতে পারি! যাই হোক না কেন, আদালত যদি পক্ষে রায় দেয় তাহলে থাকবো, না হলে বেরিয়ে যেতে হবে। এতো একেবারে জলের মতো সোজা হিসেব।”

উল্লেখ্য, লোধা কমিটি সংস্কার অনুযায়ী, রাজ্য ক্রিকেট সংস্থা বা ভারতীয় ক্রিকেট বোর্ডে বা দুটো মিলিয়ে টানা ৬ বছর পদাধিকারী থাকলে তাঁকে বাধ্যতামূলকভাবে তিন বছরের জন্য “কুলিং অফ”-এ যেতে হবে। বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আর সচিব জয় শাহ, দু’জনের ক্ষেত্রেই রাজ্য ক্রিকেট সংস্থা আর বিসিসিআই মিলিয়ে পদাধিকারী পদে ৬ বছর হয়ে যাচ্ছে। বোর্ড সচিব হিসেবে জয় শাহের মেয়াদ শেষ হয়েছে ৭ মে। অন্যদিকে, সৌরভের মেয়াদ শেষ হয়েছে ২৭ জুলাই,২০২০।

তার আগে অবশ্য গত ২১ এপ্রিল বোর্ডের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে সৌরভদের যেন কুলিং অফে পাঠানো না হয়। বোর্ড সভাপতি আর সচিবের মেয়াদ যেন ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়। ২২ জুলাই সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোরদে ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ বোর্ডের আবেদন গ্রহণ করলেও দু’সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। দেশের শীর্ষ আদালতে বোর্ডের মামলার শুনানি ১৭ অগাস্ট হওয়ার কথা থাকলেও সেটি নির্দিষ্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এক্ষেত্রে জানা গিয়েছে, শীর্ষ আদালতের বক্তব্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের হাই প্রোফাইল আবেদনের চেয়েও গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হওয়া বাকি। তাই আপাতত ঝুলে রইল সৌরভ আর জয় শাহের ভবিষ্যৎ।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version