Monday, November 10, 2025

হাইকোর্টের নির্দেশ: লালগড়কাণ্ডের তদন্তে এনআইএ-ই, শালবনীতে গিয়ে জিজ্ঞাসাবাদ ছত্রধরদের

Date:

ছত্রধর মাহাত তৃণমূলের রাজ্য কমিটিতে আসার পরেই লালগড় কাণ্ডের তদন্তে সক্রিয় তদন্তকারী সংস্থা। লালগড় কাণ্ডের তদন্ত করবে এনআইএ-ই। মঙ্গলবার, জানাল কলকাতা হাইকোর্ট। তবে করোনা পরিস্থিতির কারণে কলকাতায় আসতে হবে না ছত্রধর মাহাত- সহ ২২ জন অভিযুক্তকে। শালবনীতে গিয়েই তদন্ত করবেন তদন্তকারী অফিসারেরা।

এগারো বছর আগে ২০০৯-এ লালগড়ের সিপিএম নেতা খুনের মামলায় নিম্ন আদালতে ছত্রধর সহ ৩০ জনের নামে চার্জশিট জমা পড়ে। বাঁশতলা স্টেশনের কাছে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস আটকে চালক ও সহকারী চালককে অপহরণের মামলায় ছত্রধরের মুক্তির দাবিতেই জন সাধারণের কমিটি এবং মাওবাদীরা ওই কাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগ। সেই মামলাতেও নিম্ন আদালতে চার্জশিট জমা পড়ে।
দুটি মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে ইউএপিএ ধারায় গত এপ্রিল মাসের শেষে লকডাউন পর্বের মধ্যেই এই মামলাটির পুনরায় তদন্তভার এনআইএ কাঁধে নিয়েছে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ছত্রধর মাহাত। তাঁর আইনজীবী আদালতে জানান, বর্তমানে সমস্ত গণপরিবহন বন্ধ। সে কারণেই কলকাতায় গিয়ে এই তদন্তে সহযোগিতা করা ছত্রধরের পক্ষে সম্ভব নয়। তবে যদি তদন্তকারী অফিসারেরা শালবনি গিয়ে সাক্ষ্য নিতে চাইলে, তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন।
এর প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান আদালত নির্দেশ দিলেই শালবনিতে গিয়েই তদন্ত করবে এনআইএ।
তবে, এনআইএ-এর হাতে তদন্তভার রেখে এই পরিস্থিতিতেও ছাত্রদলকে ডেকে পাঠানো, তাঁর উপর চাপ সৃষ্টি করা বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, সম্প্রতি তিনি তৃণমূলের রাজ্য কমিটিতে নাম আসতেই এই তদন্তে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version